রাজকুমার মহাপাত্র:দৈনিক আবেশভূমি, এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্ৰাম।একাদশ তম এগরা মহাকুমা বইমেলা আয়োজিত সা ব্লক ভিত্তিক মহকুমা জুড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার আজ দ্বিতীয় দিন এগরা স্বর্ণময়ীতে অনুষ্ঠিত হয় এগরা পৌর সভার সাংস্কৃতিক প্রতিযোগিতা।।                                                 

    সূচনা পর্বে উপস্থিত ছিলেন মেলার কার্যকরী সভাপতি বীরকুমার শী, এগরা প্রেসক্লাব ও মেলা সম্পাদক গৌরীশংকর মহাপাত্র, যুগ্ম সহ সম্পাদক সত্যব্রত সাউ, এগরা কেন্দ্রীক দক্ষিণ মেদিনীপুর জেলা প্রস্তাব কমিটির সভাপতি প্রখ্যাত শল‍্য চিকিৎসক ডা: বাদল অশ্রু ঘাটা,
      উপসমিতির কয়েকজন কনভেনর মানস মাইতি, আশিষ দাস,তপন মন্ডল, সুমন কল‍্যান প্রধান, কবিতা প্রধান, শংকর নারায়ন মিশ্র, এগরা পৌর ইউনিটের কো-অর্ডিনেটর শ্রমিক মান্না, সুতিকা প্রধান, শুভঙ্কর দাস, পটাশপুর-২এর কো অর্ডিনেটর বিশ্বরঞ্জন ভূঞ‍্যা, এগরা-১এর কো অর্ডিনেটর অসীম করণ প্রমূখ।
        সম্পাদক জানান আগামী ১৮ ফেব্রুয়ারি রবিবার অনুরূপভাবে এগরা ২ এর বালিঘাই হাই স্কুল পটাশপুর নতুন পুকুর কৃষক বাজার এবং ভগবানপুর ১ব্লকের কোটনাউড়ী বোর্ড প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠিত হবে। ব্লক স্তরের শেষ প্রতিযোগিতা হবে ২৫ ফেব্রুয়ারি রবিবার এগরা-১ ব্লকের রাসন জগন্নাথ প্রাথমিক বিদ‍্যালয়ে। প্রায় ৪০০ প্রতিযোগী ৪টি বিভাগে ১৫টি বিষয়ে অংশগ্রহণ
          করে।
          প্রতিযোগিতায় সফলদের  ৩ মার্চ রবিবার শীতলা প্রাথমিকে ও মেলা প্রাঙ্গণে মহআগামীকুমা প্রতিযোগিতায় অংশগ্রহণ কথা ঘোষণা হয়। আগামী দু’একদিনের মধ্যেই ব্লক স্তরের প্রতিযোগিতায় সফলদের তালিকা আবেশভূমি পত্রিকায় প্রকাশিত হবে বলা হয়।
            প্রতিযোগিতা শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এগরা পৌরসভার বিভাগীয় কো অর্ডিনেটর তথা স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রমিক মান্না।

              Share

              Leave a Reply

              Your email address will not be published. Required fields are marked *