রাজকুমার মহাপাত্র: দৈনিক আবেশভূমি, এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম।দেশপ্রাণ ব্লকের চালতি পঞ্চায়েতের সরস্বতীপুর প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় মঙ্গলবার। জাতীয়

    পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান
        শিক্ষক গৌরীশংকর মহাপাত্র।স্বাগত ভাষণ দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসেনজিৎ মাইতি।
        উপস্থিত
          ছিলেন বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি অপূর্ব পাহাড়ি, কমিটির সদস‍্যা দেবাঞ্জলি পন্ডা, মিননারা বিবি প্রমুখ। খেলা গুলি পরিচালনায় বিদ্যালয়ের শিক্ষক শোভন মাইতি, বিশ্বজিৎ আচার্য, অমিত কুমার মাইতি,
            সুশান্ত বসু, পূর্ণবতী দাস।
            প্রাক্তন প্রধান শিক্ষক তাঁর উদ্বোধনী বক্তব্যে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা প্রতিবছর চালিয়ে যাওয়ার লক্ষ্যে তাঁর বাবা নন্দকুমার ও মা প্রভাতী বালা মহাপাত্র এর স্মৃতিতে পুরস্কারের জন্য ২৫ হাজার টাকা দিয়ে একটি স্মৃতি পুরস্কার ফান্ড তৈরীর প্রস্তাব দেন। ঐ টাকার ইন্টারেস্ট লাগিয়ে প্রতিবছর পুরস্কার বিতরণী যাতে করা যায় তার প্রস্তাব দেন। এ বৎসর পুরস্কারের টাকা তিনি আলাদা দেবেন জানান। ফি বৎসর এই টাকার ইন্টারেস্টে পুরস্কার হবে না , কিন্তু স্মৃতি ফান্ড তৈরীতে এটিকে লক্ষ্য করে যাতে আরো কোন বৃহত্তর স্মৃতি ফান্ড তৈরী করা যায় তার জন্য উপস্থিত অভিভাবক অভিভাবিকা ও শুভানুধ্যায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান। প্রসঙ্গত বিদ‍্যালয়ের দীর্ঘ ভূমিসমস্যা নিরসনে সমূহ মামলা ব‍্যায় তিনি বহন করেছেন। আগেই তাঁর দানের ২লক্ষ টাকা বিদ‍্যালয়ের একটি শ্রেণী কক্ষ নির্মাণে ব‍্যায় হয়।এ দিন
              ২৬৯ ছাত্র ছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ছদ্মবেশ প্রতিযোগিতায় ৪১ জন ছাত্রছাত্রী অংশ নেয়। পরবর্তী দিনে সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হবে বলে ঘোষণা র পাশাপাশি প্রধান শিক্ষক উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। সঞ্চালনায় বিদ্যালয়ের শিক্ষক নীতিশ কুমার পন্ডা।

                Share

                Leave a Reply

                Your email address will not be published. Required fields are marked *