গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি, এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্ৰাম।এগরা-২ব্লকের দক্ষিণ চক্রের অধীন বিবেকানন্দ পঞ্চায়েতের তাজপুর সম্মিলিত আত্যয়িক প্রাথমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরাবরের মত তিন দিনের

    বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণীতে তিন দিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে বুধবার । মোমবাতি জ্বালিয়ে শহীদের শ্রদ্ধানিবেদনের মাধ্যমে ছাত্র ছাত্রী দের কাছে মাতৃভাষার তাৎপর্য তুলে ধরেন শিক্ষক স্বদেশ রঞ্জন মাইতি, শিক্ষাবন্ধু উৎপল মাইতি,
      বিবেকানন্দ গ্ৰাম পঞ্চায়েতের প্রধান মনিষা গুচ্ছাইৎ, সদস্যা পূর্ণিমা গিরি, ভি,ই,সি সভাপতি অপর্ণা পন্ডা , সদস্য মদন জানা, সন্তোষ পাল,গ্ৰাম উন্নয়ন কমিটির সভাপতি অচিন্ত্য কুমার গিরি, শংকর গিরি, সম্পাদক উত্তম গিরি,ভক্তিপদ গিরি, ভূমিদাতা প্রতিনিধি শক্তিপদ গিরি, শিক্ষানুরাগী অজিত কুমার পাল,বিমল গিরি,প্রবীর গিরি (খোকন) সুব্রত গিরি,সত্যরঞ্জন খাটুয়া , কৃষ্ণেন্দু গিরি সহ সকল মাতা শিক্ষা কমিটির সদস্যা ।।   
        দ্বিতীয়ার্ধে পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন জেলা ও মহকুমা শিক্ষক নেতৃত্ব শুভরঞ্জন মাইতি, শমীক মান্না, সুতিকা প্রধান, এগরা -২ পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ পঙ্কজ কুমার দাস প্রমুখ।                   
          উপস্থিত অতিথিদের বক্তব্য বর্তমান সরকারের শিক্ষা ব্যবস্থায় ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা, যোগাসনে গুরুত্ব, পঠন পাঠনের সঙ্গে সঙ্গে আনন্দ দায়ক পাঠদান। অভিভাবক শিক্ষক শিক্ষিকা দের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে অল্প পরিসরেএই ধরনের অনুষ্ঠানে সকলের উৎসাহ উদ্দীপনার প্রশংসা করেন।শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং মেধা ভিত্তিক ছাত্র ছাত্রী দেরভ পুরস্কৃত করা হয়। শিক্ষক সোমনাথ প্রামানিক , শিক্ষক বিজয় জানা,প্রাক্তন ছাত্রী প্রগতি পাল,এলিশা গিরি, মনিষা গিরি বিদ্যালয়ে দৃশায়ন রুপায়ন, হাতের কাজের কর্মশালা তৈরি করে ।                             
            নৃত্য শিক্ষিকা মিতালী মহাপাত্র ১২০ জন বর্তমান ও প্রাক্তন ছাত্র ছাত্রী নিয়ে আবৃত্তি, সঙ্গীত, নৃত্য ও বীরপুরুষ নৃত্যনাট্য পরিবেশন করেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও মাতা শিক্ষা কমিটির সহযোগিতায় অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দর হয়।।                             
              শেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠানের সঞ্চালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার মন্ডল।

              Share

              Leave a Reply

              Your email address will not be published. Required fields are marked *