নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার অন্তর্গত জমদারগড় ও কামারমুড়ি গ্রামের একটি পুকুরে এই মূর্তি টি উদ্ধার হয়। পুকুরে স্নান করার সময় পায়ে লাগে মূর্তি টি, খুব ওজোন হওয়ার জন্যে প্রাই ৪ জন মিলে জল থেকে তুলে রাখে মাটিতে।

    জানা গেছে, আনুমানিক কয়েকশ বছর আগের এই মূর্তি টি বলে মনে করা হয়। এই মূর্তি টি কোথা থেকে এলো এখানে ? এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে জল্পনা ও কল্পনা। অনেকের মতে এই মূর্তি টি অস্টো ধাতুর তৈরি এবং এর মূল্য আনুমানিক ৪০ থেকে ৬০ লক্ষ্য টাকা প্রযন্ত হতে পারে।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *