রাজকুমার মহাপাত্র ,দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম।বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতি আয়োজিত ত্রয়োদশ রথের মেলা ও ১৫ দলের সৌখিন যাত্রা প্রতিযোগিতার দশম দিনে ২০০ দু:স্থদের বস্ত্রদানসহ রক্তদাতা,কৃতি ছাত্র ছাত্রী ও সাংবাদিকদের সংবর্ধনা জ্ঞাপন হয় শুক্রবার।সম্বর্ধনা

    জ্ঞাপন অনুষ্ঠানে মাধ্যমিকে ৯০ শতাংশ এবং উচ্চমাধ্যমিকে ৮৫ শতাংশ বা তার ঊর্ধ্বে প্রাপ্ত নম্বরের ছাত্র ছাত্রীদের হাতে ব‍্যাগ, মানপত্র,বই, স্মারক ও উপহার সামগ্রী তুলে সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন সমবায় মন্ত্রী হলদিয়া উন্নয়ন পর্ষদের সভাপতি অধ্যাপক জ্যোতির্ময় কর।ছিলেন সমাজসেবী সন্দীপ পাত্র সহ এক ঝাঁক  প্রতিষ্ঠিত সাংবাদিক। স্বাগত ভাষণে সংস্থা কর্ণধার একালের দানবীর আশিস ধাওয়া‌ মাধ্যমিকে রাজ্যে সপ্তম
      জ্ঞানদীপ বিদ্যাপীঠের ছাত্র সুকুমার রায়, রাজ্যে নবম রামকৃষ্ণ মিলন মন্দিরের সাগর জানা ও শায়ক শাসমল উচ্চমাধ্যমিকে এগরা ঝাঁটু লাল হাইর দেবপ্রিয়া বর সহ ৬০ জন কৃতি ছাত্র-ছাত্রী ,১৫ জন সাংবাদিক, ১০ জন রক্তদাতাদের সম্বর্ধনা জ্ঞাপন পাশাপাশি এলাকার দু:স্থ‍২০০ মহিলাকে বস্ত্রদান কর্মসূচির প্রসঙ্গ স্মরণ করান। রথের মেলাকে কেন্দ্র করে ১৫ দিন ব্যাপী সৌখিন যাত্রা প্রতিযোগিতার মধ্য দিয়ে যাত্রা শিল্পের মানোন্নয়নে সেবা সমিতির উদ্যোগের কথা উল্লেখ করেন।জগন্নাথদেবসহ উপস্থিত সকলের কাছে আমৃত্যু বার মাসে তের পার্বনসহ এই সেবাকর্ম চালিয়ে যাওয়ার জন্য আশীর্বাদ প্রার্থনা করেন।
      পৌরহিত‍্য করেন সংস্থার কার্যকরী সভাপতি নাট্য বিচারক প্রাক্তন শিক্ষক অহীন্দ্র
        কুমার রায়।
        উদ্বোধক জ্যোতির্ময় কর’কে সমিতির রীতি মেনে উত্তরীয়, ফুলের বোকে, কাঁসার গামলা,গীতা, জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি স্মারক দিয়ে এবংদৈনিক আবেশভূমির সম্পাদক গৌরীশংকর মহাপাত্র, সাংবাদিক সুব্রত পাত্র ,মদন মাইতি, সৈকত মাইতি, প্রদীপ মাইতি, গৌতম পাত্র, সৌমেন ওঝা, নন্দন বেরা, সৃষ্টিধর সাউ প্রমুখ ১৫ কে, উত্তরীয়,পুষ্পস্তবক, ব্যাগ ,শাল,স্মারক, ডিনারসেট দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করেন সম্পাদক।পাশাপাশি১০ জন ব্লাড ডোনারদের হাতেও উপহার সামগ্রী তুলে সম্বর্ধনা জ্ঞাপন হয়। উদ্বোধকশ্রী কর, তার বক্তব্যে জগন্নাথ দেবের ব্যুৎপত্তি, রথযাত্রা ও গুন্ডিচা মাসির পৌরাণিক ব্যাখ্যা তুলে উপস্থিত সকলকে সমৃদ্ধ করেন । সমাজের প্রতিটি
          মানুষের কল্যাণে সেবা সমিতি ও তার কর্ণধার আশিস ধাওয়ার সেবা মানসিকতার প্রশংসা করেন সমাজসেবী সন্দীপ পাত্র।
          সাংবাদিক গৌরীশংকর মহাপাত্র বলেন-
            অনেকেই উপার্জন করেন কিন্তু সমাজের কথা এমন করে ভাবেন কয়জন? সেবা সমিতির কর্ণধার তার উপার্জনের একটি অংশ সমাজের কল্যাণে বিভিন্ন পেশায় যুক্তদের সম্মানিত করে স্ব স্ব ক্ষেত্রে উৎসাহিত করতে ব্যায় করেন তা দৃষ্টান্ত স্বরূপ ও অন‍্যকে অনুপ্রানিত করার মত। আগামী প্রজন্মের মালিক এলাকার নক্ষত্র শিক্ষার্থীদের কাছে সমাজ যে বহু প্রত‍্যাশী তা স্মরণ করান।
            এদিনের কর্মকাণ্ড সম্পাদনে সংস্থার পক্ষে ছিলেন শিশির মাইতি ,যুগ্ম সহ সম্পাদক বিরোজাকান্ত প্রধান, তপন মন্ডল, জয়দেব জানা, তপন সামন্ত ,ধনঞ্জয় সিংহ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় সংস্থার যুগ্ম সহ সম্পাদক জন্মেঞ্জয় প্রধান। শেষে দশম
              রজনীতে জলচক লক্ষীপারি নাট্য সংস্থা নিবেদিত কানন মাইতি রচিত সামাজিক যাত্রাপালা বাবা-মায়ের শেষ ঠিকানা মঞ্চস্থ হয়।শনিবার মঞ্চস্ত হবে কুলটিকরী নিউ তরুণ নাট্য সংস্থার ভৈরব গঙ্গোপাধ্যায় রচিত সামাজিক যাত্রাপালা “পালকি ভাঙ্গা বউ।’
              শেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সম্পাদক শ্রী ধাওয়া।

              Share

              Leave a Reply

              Your email address will not be published. Required fields are marked *