আবেশভূমি, গৌরী শংকর মহাপাত্র:- সৈকত শহরে অবাক করা কান্ড। দীঘা পুলিশের আরেক সাফল্য।দীঘা বর্ডারে মধুচক্রের আসরে হানা দিয়ে ৩ মহিলা সহচ ক্রের মূল পান্ডা ও তার সহযোগীকে গ্রেফতার করল দীঘা থানার পুলিশ। দীঘা সৈকত শহরে প্রতিদিনই হাজার হাজার পর্যটক আছেন সমুদ্রের অনাবিল সৌন্দর্য উপভোগ করতে। সেই পর্যটক শহরেই গজিয়ে উঠছে মধুচক্রের আসর। সেই অপরাধ কঠোরভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে দীঘা থানার পুলিশ প্রশাসন। সৈকত শহরে যাতে কোনভাবে কোনোরকম অন্যায় অবিচার না হয় তার দিকে বারে বারে সতর্ক দৃষ্টি দিয়ে রেখেছে দীঘা পুলিশ প্রশাসন। দীঘা আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে তার জন্য দীঘা শহরে বাড়তি নজরদারি যেমন চালানো হয় ঠিক তেমনি ভাবে বিভিন্ন অপরাধ কঠোরভাবে নিয়ন্ত্রণ করে দীঘা থানার পুলিশ।

পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দীঘা বর্ডার এলাকায় মধুচক্রের আসরে হানা দিয়ে ৩ মহিলা সহ মধুচক্র চালানোর মূল পান্ডা ও তার সহযোগীকে গ্রেফতার করল দীঘা থানার পুলিশ।ধৃতদের আজ কাঁথি মহকুমা আদালতে পেশ করা হয়।দিন কয়েক আগে মান্দারমনি ও দীঘা মোহনা এলাকায় মধুচক্রে আসরে হানা দিয়ে পুলিশ বেশ কয়েকজন গ্রেপ্তার করেন।
সৈকত শহর দীঘা বর্ডার এলাকায় এই ঘটনা জানতে পেরেই অভিযান চালায় দীঘা থানার পুলিশ। মধুচক্রের আসরে হানা দিয়ে ৩ মহিলা সহ মধুচক্র চালানোর মূল পান্ডা ও তার সহযোগীকে গ্রেফতার করল দীঘা থানার পুলিশ।ধৃতদের আজ কাঁথি মহকুমা আদালতে পেশ করা হয়।
দীঘা সমুদ্র উপকূলবর্তী এলাকায় কোনভাবেই যাতে এইরকম অবৈধ কাজ না হয় তার দিকে বাড়তি নজরদারি দিচ্ছে দীঘা পুলিশ প্রশাসন।
দিন কয়েক আগে মান্দারমনি ও দীঘা মোহনা এলাকায় মধুচক্রে আসরে হানা দিয়ে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেন।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *