আবেশভূমি:- পটাশপুর ২পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে কবিগুরুর ৮৪তম প্রয়াণ দিবস উদযাপন হয় বুধবার। রবীন্দ্র প্রতিকৃতিতে পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন কুমার মাইতির মাল্যদানে এবং ভিডিও শঙ্খ ঘটকের সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সঙ্গীত, আবৃত্তি, নৃত্য পরিবেশনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন এগরা এস এস বি কলেজের সঙ্গীত বিভাগের অধ্যাপক কৌশিক জানা, পটাশপুর দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অফিসের কল্যাণাশিস দাসসহ রবীন্দ্রপ্রেমীগণ।

 উপস্থিত ছিলেন পটাশপুর ২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মানস রায়, দুর্গাপদ পাহাড়িসহ সমস্ত কর্মাধ‍্যক্ষ, দুই জেলা পরিষদ সদস্য গোলকেশ নন্দ গোস্বামী ও সদস্যা প্রণতি আচার্য্য, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ অন্যান্য সরকারি কর্মচারী গণ। আলোচকগণ কবিগুরুর বর্ণময় জীবনের নানান দিকের পাশাপাশি গল্প ,প্রবন্ধ, উপন্যাস, গান ,আবৃত্তি, নাটকসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলা সাহিত্য কে সমৃদ্ধ করার প্রসঙ্গ তুলে ধরে উপস্থিত সকলকে সমৃদ্ধ করেন। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় লেবার ওয়েলফেয়ার অফিসার কাঞ্চন ঘোষ। শেষে এমন মহতী অনুষ্ঠানে উপস্থিত থেকে সর্বাঙ্গ সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ায় সকলকে ধন্যবাদ জানান পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন কুমার মাইতি।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *