দৈনিক আবেশভূমি:- কাঁথি রঘুনাথ আয়ুর্বেদ মহাবিদ্যালয় ও হাসপাতালের ৭৭ তম প্রতিষ্ঠা দিবসে হাসপাতাল কর্তৃপক্ষ এবং কন্টাই হাউস অনার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে রক্তদান বৃক্ষরোপণ ও কবিগুরুর ৮৪তম প্রয়াণ দিবস যথাযথ মর্যাদায় পালিত হয় বুধবার। মঙ্গলদ্বীপ জ্বেলে, বৃক্ষরোপণে ও কবিগুরুর প্রতিকৃতিতে মাল‍্যদানে কর্মসূচির সূচনা করেন সভাধিপতি বিধায়ক উত্তম বারিক, প্রধান অতিথি ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজ দক্ষিনন্দনজী। ছিলেন আয়ুর্বেদ কলেজের অধ্যক্ষ ডা:সুশীল কুমার নাথ, কাঁথি রেডক্রশ সোসাইটির সম্পাদক ড: দিলীপ কুমার দাস, ডিপিএস সিএর চেয়ারম্যান হাবিবুর রহমান, আয়ুর্বেদ মহাবিদ্যালয়ের সহ-সভাপতি ডাক্তার সুকুমার জানা, সভাপতি কৃষ্ণপদ পঞ্চাধ‍্যায়ী, প্রাক্তন পৌর প্রশাসক হরিসাধন দাস অধিকারী, প্রাক্তন প্রধান শিক্ষক হৃষিকেশ দাস, স্নেহাশীষ পাহাড়ি প্রমূখ। অতিথিগণ কবিগুরু প্রয়াণ দিবস, রক্তদান শিবির ও বৃক্ষরোপনের প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন। শিবিরে ৩০ জন রক্ত দান করেন। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় শিক্ষক কৌস্তুভ কান্তি মাইতি ও তাপস বেরা। স্বাগত ভাষণসহ শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সম্পাদক সুকোমল মাইতি।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *