আবেশভূমি:- শহীদ ভগৎ সিং মেমোরিয়াল ট্রাস্ট নৈপুর ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের যৌথ পরিচালনায় বিশ্বনাথপুর ও নৈপুর লক্ষী বাজারে মাঝ খানে বাগুই পুল এলাকায় পনেরটি বৃক্ষ রোপণ করা হয়। প্রথমে ২২শে শ্রাবণ রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস পালন হয়। সভাপতিত্ব করেন দশগ্রাম হাইস্কুলের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক শিশির কুমার মাইতি। এছাড়া ভগৎ সিং মেমোরিয়ালের সভাপতি চণ্ডী প্রসাদ রথ, সতীশ চন্দ্র রথ,জহর কুমার মাইতি, বিষ্ণু পদ আচার্য,কালি কিঙকর ঘোড়াই প্রমুখ। রবী ঠাকুরের কবিতা ও গান দিয়ে অনুষ্ঠানে সুচনা হয়। এখানকার সমাজের মানুষের কাছে বিশেষ করে ছাত্র ছাত্রী সমাজের কাছে রবীন্দ্রনাথকে আরো বেশী করে তুলে ধরার প্রয়োজনীয় তা আছে সবাই একসঙ্গে মত প্রকাশ করেন।এই বিশেষ দিনটিতে বৃক্ষ রোপন অনুষ্ঠান করায় এলাকার লোকজন সাধুবাদ জানান। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপর এবং বৃক্ষ রোপন উপর বক্তব্য রাখেন মেমোরিয়াল ট্রাস্ট এর সদস্য বৃন্দ, সভাপতি, সম্পাদক ও কিছু ভদ্র মহোদয় গণ। সমগ্র অনুষ্ঠানে প্রথম থেকে শেষ পর্যন্ত সঞ্চালক শিক্ষক বিষ্ণু পদ আচার্য। সভাপতি অনুষ্ঠানে পরিসমাপ্তি করেন। পড়শীদেশের মর্মান্তিক হত্যালীলা শুনে বেদনা তুর মনে প্রতিবাদের আগুনের বসে মাথা নত করে এক মিনিট শোক পালন করা হয়। দেশের উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সম্পাদক অনাদিনানন্দ রথ।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *