আবেশেভূমি:- রামনগর ২ ব্লকের দেপাল।অঞ্চলের হামীরপুরের ক্ষতিগ্রস্ত কাঠের ব্রীজ পরিদর্শনে যান ব
রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী স্থানীয় বিধায়ক অখিল গিরি। জলের তোড়ে ঐ ব্রিজটি ভেঙ্গে গিয়েছে। দেপাল চন্দনপুর রাস্তার এই ব্রীজটি খুব গুরুত্বপূর্ণ ।প্রতিদিন কয়েকশ মানুষ যাতায়াত করেন। ব্রীজের উপর দিয়ে চলাচল বন্ধ হওয়ায় সমস্যায় স্থানীয়রা । বৃহস্পতিবার পরিদর্শন করে পাশে একটি কাঠ ব্রীজ তৈরির জন্য সেচ আধিকারীকে নির্দেশ দেন বিধায়ক এবং নিজের তহবিল থেকে ২৯ লক্ষ টাকা দেওয়ার আশ্বাসও দেন। বিধায়কের সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ মাইতি, প্রাক্তন কর্মাধ্যক্ষ বনবিহারী মাইতি শেখ মইদুল সহ অনেকে । জানান কাঠের ফুলটি তৈরি করতে প্রায় ২১ লক্ষ টাকা লাগবে । বিধায়ক মন্ত্রী সঙ্গে কথা বলেন । সেচ দপ্তর ব্রীজের টাকা অনুমোদন করলে, তিনি তার বিধায়ক তহবিল থেকে কুড়ি লক্ষ টাকা দেবেন। অখিল বাবুর সঙ্গে ছিলেন জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তমালতরু দাস মহাপাত্র, জেলা পরিষদ সদস্যা রিজিয়া বিবি। জেলা পরিষদ থেকে সব রকম সাহায্যের আশ্বাস দেন সভাধিপতি।