আবেশভূমি:- ৯ আগস্টএকটি বিশেষ দিন।১৯৪২ সালের ৮ ই আগস্ট জাতির জনক মহাত্মা গান্ধীপরাধীন ভারতবাসীর উদ্দেশ্যে ডাক দেন ডু অর ড্রাই করেঙ্গে ইয়ে মরেঙ্গে।মহাত্মা গান্ধীর সেই ডাকে আবালবৃদ্ধবনিতা সবাই ঝাঁপিয়ে পড়েছিল দেশের জন্য। তমলুক মহকুমায় মূল নেতৃত্বে ছিলেন 

মেদিনীপুরের অবিসংবাদী কংগ্রেস নেতৃত্ব সতীশ চন্দ্র সামন্ত, অজেয় পুরুষ অজয় মুখোপাধ্যায,তমলুকের স্বাধীনতাৎ সংগ্রামের অগ্নিযুগের বীর বিপ্লবী

রজনীকান্ত প্রামাণিক,আগস্ট বিপ্লবের চির প্রণম্য শহীদ মা 

মাতঙ্গিনী হাজরা,ব্রিটিশ বিরোধীদের অন্যতম নেতা সুশীল কুমার ধাড়া ও আরও হাজার হাজার দেশপ্রেমিক। 

আজ ৯ ই আগস্ট পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস, জেলা যুব কংগ্রেস,জেলাকংগ্রেস সেবাদল একসাথে তমলুকে জেলাকংগ্রেস কার্যালয়ে পতাকা উত্তোলন, মেদিনীপুরের ত্রিরত্ন

সতীশ চন্দ্র সামন্ত,অজয় মুখোপাধ্যায়,রজনীকান্ত প্রামাণিকের গলায় মাল্যদান করে। সাথে সাথে মা মাতঙ্গিনী হাজারর প্রতিকৃতিতে যথাযোগ্য মর্যাদায় মাল্যদান

হয়।শহীদদের উদ্দেশ্য কয়েক মিনিট নীরবতা পালন করা হয় ও শহীদ বেদীতে পুষ্পার্ঘ নিবেদন হয়। 

 ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক ও পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য বিকাশ প্রামাণিক,যুব কংগ্রেসের সভাপতি শেখ আব্দুল মতিন সহ শাখা সংগঠনের নেতৃত্ব গণ।

 ৯ ই আগস্টের তাৎপর্য বিশ্লেষণ করেন পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক ও পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির অন্যতম সদস্য সনৎকুমার বটব্যাল। জাতীয় সংগীতে অনুষ্ঠানের শেষ হয়।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *