গৌরীশংকর মহাপাত্র, দৈনিক আবেশভূমি, এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝারগ্রাম: ৭৮তম স্বাধীনতা দিবসে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের পানিপারুল পঞ্চায়েতের কুলটিকরী ভাই ভাই সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের পর ফ্রি মেডিক্যাল ক্যাম্প, আই ক্যাম্প, কৃষকদের প্রশিক্ষণ শিবির, অঙ্কন প্রতিযোগিতা হয় ১৫ আগষ্ট বৃহস্পতিবার। শেষে কৃতীদের পুরষ্কার বিতরনী অনুষ্ঠান ও গ্ৰাম বাসীদের হাতে ৩০০০

    চারাগাছ তুলে দেওয়া হয়।উপস্থিত ছিলেন এগরার বিধায়ক শিক্ষাবিদ তরুণ কুমার মাইতি , পানিপারুল পঞ্চায়েত প্রধান রঞ্জিতা প্রধান, বিশিষ্ট্য সমাজসেবী আমিন সোয়েল , রামসাইট কোম্পানীর কর্ণধার , বিবেক প্রধান, বিশিষ্ট্য সমাজসেবী নিশিকান্ত জানা, হিমাংশু
      প্রধান, চতুর্ভূজ প্রধান।
      স্বাগত ভাষণদেন ক্লাব তথা অনুষ্ঠানের সভাপতি ।শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাব সম্পাদক জয়রাম প্রধান।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *