রাজকুমার মহাপাত্র :দৈনিক আবেশভূমি, পটাশপুর ,পূর্ব মেদিনীপুর। পটাশপুর-২ ব্লকের মথুরা পঞ্চায়েতের ঐতিহ্যবাহী মংরাজ রামকৃষ্ণ পরমহংস সেবক সংঘে যথাযথ মর্যাদায় ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন হয় বৃহস্পতিবার। মংরাজ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সংঘের

    মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন সংঘ সভাপতি প্রাক্তন পঞ্চায়েত সদস্য রামশঙ্কর মহাপাত্র। ছিলেন সংঘের সদস্য সুভাশিস মহাপাত্র,তপন মহাপাত্র, সহ সম্পাদক শুভঙ্কর আচার্য, ক্লাব সহ সভাপতি পশুপতি সাউ , রবীন্দ্রনাথ দাস, বিষ্ণুপদ মান্না ,হরেন্দ্রনাথ
      দাস,লালমোহন দাস, শ‍্যামাপদ প্রধান প্রমুখ।
      বিদ‍্যালয়ের শিক্ষক মানসরঞ্জন পাত্র ,দুলাল চন্দ্র মাইতি, অসীম জানাসহ শিক্ষক বৃন্দ। এরপর বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও স্থানীয় ছেলেমেয়েদের নিয়ে প্রভাতফেরী গ্ৰামের উত্তর ও দক্ষিণপ্রান্ত ঘুরে এসে ক্লাব প্রাঙ্গনে শেষ হয়। প্রভাত ফেরিতে অংশনেয় অনন্ত মন্ডল, অমল কুমার মহাপাত্র প্রমুখ।ছাত্র-ছাত্রীদের উদ্যেশে ১৫ ই আগস্ট এর তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন সংঘের সভাপতি রামশংঙ্কর মহাপাত্র। অনুষ্ঠানটির পরিচালনায় সংঘ সদস্য রাজকুমার মহাপাত্র। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান ক্লাব সম্পাদক গৌরীশংকর মহাপাত্র।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *