আবেশভূমি:ঝাড়গ্রাম ব্লকের জিতুশোলে স্পঞ্জ আয়রণ কারখানার এক শ্রমিক কে খুনের ঘটনায় ধৃতদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে বৃহস্পতিবার তদন্ত শুরু করে পুলিশ। গত ১২ই আগস্ট ঝাড়গ্রাম ব্লকের জিতুশোল স্পঞ্জ আয়রন কারখানার আবাসনে সকাল হতে না হতে এক জন শ্রমিক খুনের ঘটনায় চঞ্চলা ছড়ায়। মৃত দেহ উদ্ধার করে নিয়ে আসা হয় ঝাড়গ্রাম হাসপাতালে, সেই ঘটনার তদন্তে নেমে ঝাড়গ্রাম থানার পুলিশ ২ জন কে গ্রেফতার করে ঝাড়খন্ড থেকে, এবং শেষমেষ জানা যায় যে পুরনো শত্রুতা জেরে ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার জিনকা পানি এলাকার বাসিন্দা মাগরু বিরুলি ও দামরু সিং নামে দুই ব্যক্তি ঐ কারখানায় কর্মরত তার সহ কর্মী এক শ্রমিক কে কুপিয়ে খুন করে, সেই ঘটনায় ঝাড়গ্রাম আদালত ২ জন কে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় এবং সেই ঘটনার পিছনে আর কী রহস্য রয়েছে, এবং কি ভাবে ঘটেছে তার পূর্ণাঙ্গ তদন্ত শরু করে ঝাড়গ্রাম থানার পুলিশ। বৃহস্পতিবার দূপুর ২ টো নাগাদ ঝাড়গ্রাম থানার পুলিশ ২ অভিযুক্ত কে ঘটনা স্থলে নিয়ে গিয়ে তদন্ত করে। ঘটনা স্থলে সঠিক তদন্তের কোনো খামতি যেনো না হয় তাই সঠিক তদন্তের জন্য ঘটনা স্থলে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম থানার আইসি বিপ্লব কর্মকার। এই ঘটনায় যে সমস্ত অস্ত্র অভিযুক্তরা ব্যবহার করেছিল তা উদ্ধার করে ঝাড়গ্রাম থানার পুলিশ।