গৌরীশংকর মহাপাত্র :আবেশভূমি ডিজিটাল, কাঁথি -এগরা, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্ৰাম। জেলার এগরা- ২ ব্লকের ঐতিহ্যবাহ স্বেচ্ছাসেবী সংস্থা বালিঘাই জগন্নাথ জীউ সেবাসমিতি আয়োজিত ‘কৃষ্ণ সাজো’ প্রতিযোগিতা মেলা হয় সোমবার জন্মাষ্টমীর সন্ধ্যায়। এলাকার খুদে ১২৭ শিশু এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। প্রসঙ্গত,আবহমান কাল ধরে শ্রীহরি বা শ্রীকৃষ্ণ আমাদের কাছে কখনও ভগবান, কখনও ননীচোরি, নন্দলালা, গোপাল আবার কখনও বা গোপবালক। তাই তাঁর জন্মোৎসব জন্মাষ্টমী উপলক্ষে কেউ সেজেছে বংশীধারী, কেউ বা সুদর্শনধারী, কেউ বা গোঠের রাখল,ননীচোরা থেকে বাল গোপাল। এভাবেই।এই অভিনব প্রতিযোগিতা দেখতে ভিড় করেন হাজার হাজার মানুষ। এক খুদে কৃষ্ণকে কোলে তুলে নিয়ে বালিঘাই

    জগন্নাথ জীউ সেবা সমিতির সম্পাদক এ কালের দানবীর আশীষ ধাওয়া প্রতিযোগিতা প্রদর্শনীর উদ্বোধন করেন।তিনি বলেন, শিশু বয়স থেকেই বাচ্চাদের মনে ভগবান শ্রীকৃষ্ণ ও তার কর্মকান্ড তুলে ধরতে প্রতি বছর এ ধরনের অনুষ্ঠানের আয়োজন হয়। এবারেও দূর যদুরান্ত থেকে খুদে প্রতিযোগীরা অংশ নিয়েছে। সেরা ৭ সফল প্রতিযোগিদের হাতে পুরস্কারের পাশাপাশি সকলকে সান্ত্বনা পুরস্কার তুলে দেওয়া হবে সেবা সমিতির তরফে। উদ্বোধক এও বলেন প্রতি বৎসরের মত এবার আগামী ১৫ সেপ্টেম্বর রবিবার সেবা সমিতির উদ্যোগে ৫০০ রক্তদাতাদের সহযোগিতায় মেগা রক্তদান শিবিরের
      আয়োজন হয়েছে।
      অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থা সভাপতি অম্বিকেশ মহাপাত্র। ছিলেন স্থানীয় বিবেকানন্দ পঞ্চায়েত প্রধান মনীষা গুচ্ছাইত, মঞ্জুশ্রী পঞ্চায়েত প্রধান শঙ্কর সাউ, জেলা পরিষদের সদস্য প্রদীপ বর, বিশিষ্ট সমাজসেবী যাদব বর ও এগরা-২ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি প্রকাশ রায়চৌধুরী প্রমুখ।কৃষ্ণমেলা নিয়ন্ত্রণে ছিলেন শিশির কুমার মাইতি যুগ্ম সহ সম্পাদক বিরজাকান্ত প্রধান, গৌতম দাস, গৌতম গিরি, ধনঞ্জয় সিংহ প্রমুখ। বিচারক মন্ডলীতে সংসার কার্যকরী সভাপতি অহীন্দ্র কুমার রায়, তপন কুমার মন্ডল, রাধা কৃষ্ণ সাউদের ঘোষণা মত প্রথম -সৃষ্টি ক‍্যুইলাকে ৩০০০, দ্বিতীয়- আদিত্য পাত্র ও তৃষাণী নাটুয়াকে ২৫০০ করে, ৎতৃতীয় -স্বার্থক পাত্রকে২০০০ ,চতুর্থ- ত্রিহান পাত্র ও অর্ণদেব ভূঞাকে ১৫০০ করে, পঞ্চম- কৃতিদীপা প্রামানিককে ১০০০ ,ষষ্ঠ- সঞ্চিতা তামিলিকে ৫০০, সপ্তম- দিশান রায়কে ৩০০ টাকার চেকসহ সকল প্র
        তিযোগীকে সান্তনা পুরস্কার তুলে দেওয়া হয়।
        শেষে প্রতিযোগী ও তাদের পরিবারের সকলের জন্য নৈশ ভোজের ব্যবস্থা করে সেবাসমিতি।উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাব সম্পাদক আশীষ ধাওয়া।

          Share

          Leave a Reply

          Your email address will not be published. Required fields are marked *