আবেশভূমি:- অভিযোগ দীর্ঘ এক বছর ধরে মঞ্জুশ্রী পঞ্চায়েতে বেআইনি কাজ এবং দুর্নীতি করছে বিজেপির নেতাকর্মী ও পঞ্চায়েত আধিকারিকরা। তৃণমূলের অভিযোগ বিজেপি নেতা কর্মীদের কথামতো পঞ্চায়েতে দুর্নীতি চলছে প্রায় বছর ধরে। এমনটাই অভিযোগ তৃণমূল কর্মীদের এই নিয়ে কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার এগরা- ২ব্লকের মঞ্জুশ্রী পঞ্চায়েতে তালা দিয়ে সামনে বিক্ষোভ করে তৃণমূল কর্মী সমর্থকেরা। আর এই বিষয় নিয়ে তারা বিডিওর কাছেও লিখিত অভিযোগ ও দায়ের করে।এই অভিযোগের ভিত্তিতে যদি কোন সুরাহা না হয় পরবর্তী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তৃণমূল নেতা কর্মী ও সমর্থকেরা। বিক্ষোকারীদের অভিযোগ গতকাল বনধে এলাকার বহু মানুষ পরিষেবা নিতে এসে পরিষেবা না পেয়ে ফিরেছে।কাল যে সমস্ত কর্মচারীরা আসেননি, তারা যাতে আজকে অফিসে না ঢোকে ও সই করতে না পারে তার জন্য তাদের এই অবস্থান ।বেগতিক পঞ্চায়েত কর্মীরা বিডিও অরিজিত গোস্বামীর হস্তক্ষেপ দাবি করেন। বিডিওর হস্তক্ষেপে তালা খোলা হলে কাজকর্ম স্বাভাবিক হয়।

এই আন্দোলনে উপস্থিত ছিলেন এগরা- ২ ব্লকের তৃণমূল সভাপতি স্বরাজ খাড়া, সহ-সভাপতি রাজকুমার দুয়ার, সংখ্যালঘু সেলের সভাপতি শেখ রেজাউল হোসেন, মঞ্জুশ্রী পঞ্চায়েতের বিরোধী দলনেতা নিত্যানন্দ সাউ, ব্লক আইএনটিটিইউসির সভাপতি সুধাকান্ত বারিক, জেলা যুব সহ-সভাপতি সন্দীপ পাত্র, যুব তৃণমূল সহ-সভাপতি সুজয় পন্ডা, নিধুরাম গিরি প্রমুখ। এ বিষয়ে বিজেপির জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক অমলেশ পাহাড়ি বলেন “গতকাল বিজেপির ডাকা- বনধে বিজেপি পরিচালিত মঞ্জুশ্রী পঞ্চায়েত অফিস বন্ধ ছিল। তৃণমূলের দাবি ঐদিন অঞ্চলবাসী অনেকে পরিষেবা নিতে এসে পরিষেবা পায়নি। তাই যারা গতকাল আসেন নি তারা যাতে আজকে সই না করতে পারে বা পঞ্চায়েতে ঢুকতে না পারে তার জন্য তারা পঞ্চায়েতে তালা দেয়। ফলে আজকে একটা পর্যন্ত পঞ্চায়েত পরিষেবা ব্যাহত হয়। গ্রাম পঞ্চায়েতে এবং পঞ্চায়েত কর্মীদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ তুলছে তা সত্য নয়। রাজ‍্যজুড়ে দুর্নীতিতে যুক্ত তৃণমূল দুর্নীতির বিজেপি বা বিজেপি পঞ্চায়েত যুক্ত নয়।”

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *