আবেশভূমি:- কাঁথি ২ দেশপ্রাণ ব্লকের প্রাণী সম্পদ বিকাশ বিভাগ আতমা প্রকল্পের মাধ্যমে কৃষি দফতরের উদ্যোগে ৯ জনকে বকনা বাছুর দেয় বৃহস্পতিবার। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লকের পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ কৃষ্ণা জানা, ব্লক প্রাণী সম্পদ বিকাশ আধিকারিক ড : পারমিতা মাইতি, বি টি ম তীর্থঙ্কর চৌধুরী,এ টিম ঋত্বিক গিরি প্রমুখ।কৃষি কর্মাধ্যক্ষ কৃষ্ণা জানা জানান আত্মা প্রকল্পে ২০২৪-২৫ অর্থবর্ষে ৯ জন উপসত্ব ভোগীকে ১টি করে বকনা বাছুর বিতরণ হয়, আমরা আত্মা প্রকল্পের মাধ্যমে নিত্য নতুন বেনিফিসারি বাড়াতে চাই,বর্তমানে গবাদী পশুর পালন কমে গেছে, আমরা সকলেই জানি দুধ একটা সুষম খাদ্য এবং দুধের চাহিদা অনুযায়ী যোগান না থাকার কারনে তাই দুধ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে আমরা বকনাবাছুর প্রদান করার সিদ্ধান্ত নিয়েছি এবং দেশী গরুর দুধের চাহিদা বেশি বলে আমরা দেশি গরুর বাছুর প্রদান করলাম,আগামীদিনে দুধ উৎপাদন বৃদ্ধিকরাই আমাদের মূল লক্ষ্য।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *