রাজকুমার মহাপাত্র ,আবেশভূমি, পটাশপুর এগরা, পূর্ব মেদিনীপুর :পটাশপুর ২ ব্লকের আড়গোয়াল পল্লীশ্রী কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে রক্তদান শিবিরের আয়োজন হয় শনিবার। রক্তদাতাদের হাতে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করার মধ্য দিয়ে শিবিরের উদ্বোধন করেন আড়গোয়াল পঞ্চায়েত প্রধান শেখ মালেক আলি, সঙ্গে সমিতির চেয়ারম্যান পূর্ণচন্দ্র দাস। স্বাগত বক্তব্যে সংস্থার
সম্পাদক গৌরহরি জানা জানান ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকটে সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা অসুবিধের সম্মুখীন। রক্তের সংকট মোচনে ও বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে সমিতির সিদ্ধান্ত মত এই রক্তদান শিবিরের আয়োজন। সংস্থার সদস্য, বোর্ড অফ ডাইরেক্টরএবং সমিতির অধীন ৫৫ টি স্ব সহায়ক দলের মায়েরা শিবিরে অংশগ্রহণ করে। সমিতির আড়গোয়াল বাজার স্থিত গীতাঞ্জলি সভাকক্ষে এগরা সুপার স্পেশালিটি ব্লাড ব্যাঙ্কের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মী ৬৫ মহিলা সহ ৮৪ জনের রক্ত সংগ্রহ করে। ছিলেন অরবিন্দ দাস, পশুপতি সাউ, তপন নন্দী পূর্ণেন্দু মহাপাত্র, অশোক নন্দী সহ সমিতির পরিচালকমন্ডলী, প্রাক্তন ম্যানেজার মিহির মিশ্র ও আড়গোয়াল বাজারস্থিত প্রাক্তন শাখা ম্যানাজার চিত্তরঞ্জন নায়ক, সমিতির বর্তমান ম্যানেজার স্বপন পাল ও শাখা ম্যানাজার জয়ন্ত আচার্য প্রমূখ । শিবির সুসম্পন্ন হওয়ায় শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সমিতির সম্পাদক গৌরহরি জানা।