গৌরীশংকর মহাপাত্র, আবেশভূমি ডিজিটাল ,এগরা কাঁথি ,মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝড়গ্রাম।পটাশপুর-২ ব্লকের প্রতাপদীঘির পটাশপুর থানা কো অপারেটিভ রাইস মিল সোসাইটি বিশ্বকর্মা পূজা উপলক্ষে ৫ম বার্ষিক মেগা রক্তদান উৎসব অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। প্রতিষ্ঠানের স্থপতি স্বাধীনতা সংগ্রামী ও

    সমবায়ী প্রসন্ন কুমার ত্রিপাঠীর প্রতিকৃতিতে কাঁথি সমবায় ইউনিয়নের সভাপতি হরিসাধন দাস অধিকারী ও প্রয়াত সমবায়ী বরেন্দ্রনাথ পাত্রের প্রতিকৃতিতে কাঁথি সমবায় ইউনিয়নের সম্পাদক সত‍্যজিৎ ধাড়ার মাল‍্যদান ,বর্ষীয়ান সমবায়ী বাঘাপুট এস কে ইউ এস এর
      প্রাণপুরুষ অশ্বিনী কুমার হাজরার সমবায়ের পতাকা উত্তোলনে এবং রক্তদাতাদের হাতে বি ডি ও শঙ্খ ঘটক ও পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন কুমার মাইতির পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করার মধ্য দিয়ে রক্তদান উৎসবের শুভ সূচনা হয়।

        মঙ্গলদীপ প্রজ্জলন করেন প্রায়ত স্বাধীনতা সংগ্রামীর ছেলে প্রাক্তন জেলা পরিষদ সদস্য শান্তনু ত্রিপার্ঠী।

          উপস্থিত ছিলেন রাজ্য কো অপারেটিভ ইউনিয়নের ডাইরেক্টর বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের প্রাক্তন সভাপতি প্রদীপ পাত্র, পূর্ব মেদিনীপুর রেঞ্জ-২ সহ সমবায় নিবন্ধক সুব্রত গায়েন, কন্টাই কার্ড ব্যাঙ্কের সি ইও অমিয় কান্তি হোতা,জেলা পরিষদ সদস্য মৃণাল কান্তি দাস ও প্রণতি আচার্য ,কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির
              সভাপতি বিকাশ বেজ, পটাশপুর-১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পীযূষ কান্তি পন্ডা, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মানস রায়, দুর্গাপদ পাহাড়ি, জবারানী গিরি,এগরা-২ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি দীনেশ প্রধান, রামনগর মার্কেটিং এর প্রাক্তন সম্পাদক কেশবকৃষ্ণ দাস,পঁচেট, শ্রীরামপুর, সাউথখন্ড, আড়গোয়াল ও মথুরা ব্লকের ৫ জন পঞ্চায়েত প্রধান যথাক্রমে পূরবী মাইতি, সুরজিৎ মাইতি, বিজনবন্ধু বাগ ,শেখ মালেক আলি, মৌসুমী দাস প্রধান ও উপপ্রধান সত্যেন পন্ডা, শ্রীরামপুর পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান ডা দিলীপ রায়, কাঁথি কো অপারেটিভ ইউনিয়ন সচিব বিবেকানন্দ পয়ড়া প্রমূখ ।

                স্বাগত ভাষণে ও সঞ্চালনায় সভার সভাপতি রাজ্য সমবায় ইউনিয়নের ডাইরেক্টর, কন্টাই কো অপারেটিভ ইউনিয়নের সহ-সভাপতি তথা পটাশপুর থানা কো অপারেটিভ রাইস মিলের প্রাক্তন সম্পাদক জেলা পরিষদ সদস্য গোলকের নন্দ গোস্বামী। প্রয়াত দুই সমবায়ী ও স্বাধীনতা সংগ্ৰামী প্রসন্নকুমার ত্রিপাঠী ও বরেন্দ্রনাথ পাত্রের স্মৃতিতে রক্তদানের মতো মহৎ কর্মসূচি গ্ৰহন করায় আয়োজক সংস্থার ভুয়সী প্রশংসা করে অতিথিগণ প্রয়াত দুই সংগঠকের বর্ণণয় কর্মজীবন স্মৃতি চারণায় প্রধান মন্ত্রী জহরলাল নেহেরু কর্তৃক সামাজিক বনসৃজনে প্রসন্নকুমার ত্রিপার্টীর প্যাটেলশীল্ড প্রাপ্তি এবং রাজ্য সরকার কর্তৃক বরেন বাবুর সমবায় রত্ন পুরস্কার লাভ সহ দুই সংগঠকের নানান সৃনশীলতা তুলে ধরে উপস্থিত সকলকে সমৃদ্ধ করেন।রক্তদান উৎসবে তমলুক ব্লাড ব‍্যাঙ্ক ২৫১ জনের রক্ত দান গ্ৰহন করেন।
                  শেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন পটাশপুর থানা কো অপারেটিভ রাইস মিল সোসাইটির ম্যানাজার বরুণ নন্দ গোস্বামী।

                  Share

                  Leave a Reply

                  Your email address will not be published. Required fields are marked *