গৌরীশংকর মহাপাত্র, আবেশভূমি ডিজিটাল , এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্ৰাম:অবিভক্ত জেলার একমাত্র ব্যতিক্রমী সমবায় “কন্টাই মহিলা কো অপারেটিভ ক্রেডিট সোসাইটির ২৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় রবিবার। কাঁথি স্কুল বাজার স্থিত সমিতির প্রধান কার্যালয়ে সাধারণ সভার সূচনা করেন চেয়ারম্যান রীনা দাস। এই সংস্থার ডিপোজিটর পরিচালক, অফিস কর্মী সব ই মহিলাদের দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত। স্বাগত ভাষণদেন সম্পদিকা। সম্পাদকীয় প্রতিবেদনে সম্পাদিকা বীথি পন্ডা জানান মোট সদস্য সংখ্যা- ৪৮৩৩ জন, মোট ক্যাপিটালের পরিমাণ ৪লক্ষ ৮৭ হাজার ৫৬৯টাকা ।৩১ শে মার্চ ২০২৪ পর্যন্ত মোট আমানত-১কোটি ৮৭ লক্ষ১৩ হাজার৬৯৬, এর মধ্যে কাঁথি প্রধান শাখায় ১,কোটি ৬২ লক্ষ ৮৭ হাজার ৫০২ এবং এগরা শাখায় ২৪ লক্ষ ২৬ হাজার ১৯৪। এক্ষেত্রে বিগত দিনের একটি ট্যাক্স এভোয়েড করতে গিয়েই প্রায় দেড় লক্ষ টাকা খেসারত যাওয়ায় লভ্যাংশ কমে দাঁড়ায় ১ লক্ষ ৬৫ হাজার। বার্ষিক আয় ব্যয়, অন্যান্য তহবিল, কারেন্ট একাউন্ট, ফিক্সড, ডিপোজিট একাউন্ট ,সেভিংস অ্যাকাউন্ট এর পরিসংখ্যান তুলে ধরার পাশাপাশি সম্ভাব্য বাজে তো তুলে উপস্থিত সকল ডেলিগেটকে সার্বিক বিষয় অবগত করান ।ছিলেন শিবানী ত্রিপাঠী, কল্পনা সিনহা, তৃষিতা রানা ,সাহানা মিশ্র, লতিকা সাহু, রীনা দাস( কাউন্সিলর), সন্ধ্যা রানী দিন্ডা ,রিতা রানী করন সহ সমস্ত ডাইরেক্টর।সম্পাদকীয় প্রতিবেদনের উপর সুতপা

    সিনহা, মমতাময়ী পানিগ্রাহী, পুতুল চক্রবর্তী, চিত্রলেখা গিরি, মানসী গাঁতাইত, কাঞ্চন মাইতি সহ ৭জন ডেলিগেট বক্তব্য রাখেন। সমিতিকে ব্যাঙ্কের রূপ দিতে সকলে তাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করে প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে শ্রীবৃদ্ধিতে একগুচ্ছ পরিকল্পনা গ্ৰহন হয়।মারিশদা, মংলামাড়ো ও রামনগরে তিনটি শাখা খোলার সিদ্ধান্ত হয়। আর্থিক লেনদেনের সুবিধার্থে কাঁথি ও এগরা শাখার সময়সূচিতে সমন্ব আনার কথা বলা হয়। ৪৩ জন ডেলিগেট ও ১২জন ডাইরেক্টর উপস্থিত ছিলেন।কাঁথি শাখার ম্যানেজার মাধবী নন্দী দাস সমিতির অগ্রগতিতে এগরা কাঁথির সমন্বয়ের ক্ষেত্রে সুচিন্তিত মতামত দেন। দীর্ঘমেয়াদী প্রাক্তন চেয়ারম্যান ডাইরেক্টর পারুল মাইতি তার দীর্ঘ অভিজ্ঞতা তরুণ প্রজন্মের কর্মকর্তাদের মধ্যে শেয়ার করেন। এদিন অনেক ডাইরেক্টর ও ডেলিগেট ফিক্সড ডিপোজিট করে সমিতির আমানত বাড়ানোর উদ্যোগকে বাস্তবায়িত করেন।সাধারণসভা সু-সম্পন্ন হওয়ায় শেষে সকলকে পূজার আগাম শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন সহ- সভানেত্রী আগমনী সিনহা।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *