গৌরীশংকর মহাপাত্র, আবেশভূমি ডিজিটাল, এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম : সদ‍্য প্রয়াত এগরা- ১ ব্লক তৃণমূল সভাপতি বিজন বিহারী সাউর স্মৃতি চারণ সভায় মেগা রক্তদান শিবিরের আয়োজন করে কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের। শনিবার পটাশপুর-২এর প্রতাপদীঘিতে পটাশপুর থানার কো-অপারেটিভ রাইস মিল সোসাইটিতে শিবিরের সভাপতি কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি পীযুষ কান্তি পন্ডা, সাংগঠনিক জেলা চেয়ারম্যান বিধায়ক তরুণ কুমার মাইতি ও স্থানীয় বিধায়ক জেলা সভাধিপতি উত্তম বারিক রক্তদাতাদের হাতে পুষ্পস্তবক দিয়ে সম্মান্বিত করার মধ্য দিয়ে শিবিরের উদ্বোধন করেন। তার আগে সকলে প্রয়াত সংগঠকের প্রতিকৃতিতে মাল্যদানে শ্রদ্ধা জ্ঞাপন করেন। দলের পতাকা উত্তোলন করেন জেলা সভাপতি তথা সভার সভাপতি। মঙ্গল দীপপ্রজ্জ্বলন করেন বর্ষীয়ান নেতৃত্ব জেলা পরিষদের দলনেতা মৃণাল কান্তি দাস। রাইস মিলের প্রতিষ্ঠাতা স্বাধীনতা সংগ্রামী প্রসন্নকুমার ত্রিপাঠীর আবক্ষমূর্তীতে মাল্যদান করেন এগরা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় রাজ এবং সমবায়ী বরেন্দ্রনাথ পাত্রের আবক্ষ মূর্তিতে মাল্যদানে মাল্যদানে শ্রদ্ধা জ্ঞাপন করেন সাংগঠনিক জেলা শ্রমিক সংগঠনের সভাপতি বিকাশ বেজ। প্রয়াত সংগঠক বিজনবিহারী সাহুর বর্ণময়

    কর্মজীবন, আপোষহীন নেতৃত্ব, সংগঠক হিসেবে প্রতিটি কর্মসূচি সম্পাদনে তার আন্তরিকতা, জনপ্রতিনিধি হিসেবে নির্বাচক মন্ডলীর প্রতি দায়বদ্ধতা, শিক্ষাকর্মী বিধায় প্রতিষ্ঠান ও সহকর্মীদের প্রতি তার সহমর্মিতা, দলীয় কর্মীদের প্রতি তার আত্মীয়তা সুলভ আচরণ, সদা হাস‍্যময় নিরহংঙ্কারী এই সংগঠকের নানান দিক আলোচনায় তুলে ধরে উপস্থিত সকলকে সমৃদ্ধ করেন উপরোক্ত অতিথিদের পাশাপাশি সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল নেত্রী রিজিয়া বিবি ,এগরা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি শাহনাজ বেগম ,পটাশপুর-২ ব্লক সভাপতি মানস রায়, জেলা কর্মাধ্যক্ষ তমালতরু দাস মহাপাত্র, আইএনটিটিইউসির রাজ্য সম্পাদক ও মৎস্যজীবী নেতা আমিন সোহেল, খেজুরী-১ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি বিমানবিহারী নায়ক, দলেরএগরা-১ প্রাক্তন সভাপতি সিদ্ধেশ্বর বেরা প্রমুখ।
      শিবিরে উপস্থিত ছিলেন পটাশপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি নমিতা বেরা, পটাশপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন কুমার মাইতি, পটাশপুর ১ ব্লক সভাপতি বিনয়পট্টনায়ক, রামনগর -১ পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার,এগরা পৌরসভার উপ পৌর মাতা সোমাচক্রবর্তী, কাউন্সিলর জয়ন্ত সাউ, সুরুজ আলী, এগরা মহকুমার সমস্ত পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ সভাপতি, প্রধান উপ প্রধান, কর্মাধ্যক্ষগণ। শিবিরে ৮০ মহিলা সহ ৪৬০ জন রক্ত দান করেন। কাঁথি, এগরা, তমলুক ও পাঁশকুড়া ব্লাড ব‍্যাঙ্ক ব্যাংক রক্ত সংগ্রহ করে।
        সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় রাজ্য সমবায় ইউনিয়নের ডাইরেক্টর জেলা পরিষদ সদস্য গোলকেশ নন্দ গোস্বামী ।শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের মুখপাত্র ও অনুষ্ঠানের অন্যতম সংগঠক অপরেশ সাঁতরা।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *