গৌরীশঙ্কর মহাপাত্র আবেশভূমি ডিজিটাল : এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম:দেবীপক্ষের সূচনায় মহালয়ায় গান্ধীজীর ১৫৬ তম জন্ম দিবসে পূর্ব মেদিনীপুর জেলার সর্ববৃহৎ বেকারি শিল্প প্রতিষ্ঠান “নিউ বিদ্যুৎ বেকারি” এর কাঁথি শহরে দ্বিতীয় এবং রাজ‍্যের ৩২ তম বিপনন কেন্দ্রের সাড়ম্বর উদ্বোধন হয়। বুধবার

    সকালে মঙ্গলদীপ জ্বেলে ফিতা কেটে এর উদ্বোধন করেন দীঘা রামকৃষ্ণ মঠ ও মিশন সেবা শ্রমের অধ্যক্ষ স্বামী নিত্যবোধানন্দজী। সঙ্গে কাঁথি পৌরপ্রধান সুপ্রকাশ গিরি,প্রখ্যাত চলচ্চিত্র শিল্পী ও সংস্থার ব্রান্ডএম্বাস‍্যাডার ভাস্কর ব্যানার্জি, কাউন্সিলর লীনা দাস মহাপাত্র প্রমুখ।
      পৌরপ্রধান তার শহরে এমন একটি বিপণন কেন্দ্র উদ্বোধনের জন্য সংস্থার কর্ণধারকে ধন্যবাদ জানান। ব‍্যবসার পাশাপাশি নিষ্ঠারসঙ্গে সেবার কথা বলেন। মহারাজ তার বক্তব্যে অতনু বাবুকে  ব‍্যবসার পাশাপাশি স্বামীজীর সেবাকর্মের প্রসঙ্গ স্মরণ করিয়ে উপস্থিত সকলকে সমৃদ্ধ করেন। পাশাপাশি এই বেকারী কর্ণধারের বহু মুখী সেবা পদক্ষেপের প্রসঙ্গ তুলে সকলকে অনুপ্রাণিত করেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ও
        স্বাগত ভাষণে প্রাক্তন বিধায়ক তথা নাচিন্দা মন্দির ট্রাস্ট কমিটির সভাপতি অনিল কুমার মান্না বিভিন্ন প্রান্তে যেভাবে এই বৃহৎ শিল্প সংস্থা নিউ বিদ্যুৎ বেকারী পরিবার ও তার কর্ণধার কর্মসংস্থান এবং সামাজিক দায়বদ্ধতা পালনের পাশাপাশি জঙ্গলমহলে পিছিয়ে পড়া মানুষদের শিক্ষা বিস্তারে বিদ্যালয় স্থাপন, পুন‍্যার্থীদের জন্য নাচিন্দা মন্দির প্রাঙ্গণে কয়েক লক্ষ টাকা ব্যয়ে পানীয় জল প্রকল্প ও বিশ্রাম কক্ষ  করেছেন তার ভুয়োসী প্রশংসা করেন অনিল বাবু।শেষে কুইজ প্রতিযোগিতার আসর পরিচালনা করেন ভাস্কর ব‍্যানার্জী । সফলদের হাতে পুরস্কার তুলে দেন সংস্কার কর্ণধার অতনু কুমার দাস।সংগীত পরিবেশন করেন নাচিন্দা অগ্নিবীনা সংগীত কলেজের অধ্যক্ষা জোৎস্না মান্না। সকলকে বরণ করেন সংস্থার কর্মধার উদ্যোগপতি সমাজসেবী অতনু কুমার দাস, তাঁর সহধর্মিনী মনিকা দাস ও তাঁর কন্যা সুস্মিতা দাস। অনুষ্ঠান সুসম্পন্ন হওয়ায় আপ্লুত অতনুবাবু জানান প্রতিটি কেন্দ্রের উদ্বোধনের দিনে যা বিক্রি হয়েছে ৩২ তম এই কেন্দ্রের উদ্বোধনে তা রয়েছে দ্বিতীয় স্থানে । শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে তিনি।
          oppo_34
          Share

          Leave a Reply

          Your email address will not be published. Required fields are marked *