আবেশভূমি : জন নায়ক আচার্য হেমন্ত কুমার দত্ত জন্ম শতবর্ষ পূর্তি অনুষ্ঠান হয় ১ অক্টোবর মঙ্গলবার। সভায় পৌরোহিত্য করেন দীপক কুমার দাস‌। মঙ্গল দীপপ্রজ্জ্বলনে মহতী অনুষ্ঠানের উদ্বোধন‍ করেন দীঘা চক্রের বিদ্যালয় পরিদর্শক কৃষ্ণেন্দু পাল।প্রধান অতিথি আসনে দীঘা বিদ্যাভবনের প্রধান শিক্ষক শুভেন্দু করন, ছিলেন নিমতলা হাই স্কুলের প্রধান শিক্ষক দিব্যেন্দু সরকার। প্রতিকৃতিতে ও আবক্ষ মূর্তি তে মালা দিয়ে বৃক্ষ রোপনের মধ্য দিয়ে সভার সূচনা হয়। সাড়ে তিন শত আমের চারা ছাত্র ছাত্রীদের বিতরণ হয়। সভায় হেমন্ত বাবুর চার কন্যা রেনুকা, ঝর্না, ব্রততী, পাপিয়া দেবীরা শিক্ষার্থীদের হাতে আমের চারা গাছ তুলে দেন ও গাছ লাগান। হেমন্ত বাবুর ৪১ বছরের বর্ণময়(১৯৪৮ থেকে ১৯৮৯) শিক্ষকতা কর্মজীবনের কথা তুলে ধরেন বক্তারা। আচার্য্য হেমন্ত কুমার দত্ত স্মৃতি সংসদ প্রতি বছরের মতো এবারও এই অনুষ্ঠানের আয়োজক ছিলেন। সংসদের সভাপতি দীপকবাবু বলেন শতবর্ষের উদ্বোধন অনুষ্ঠান দীঘা ডি জে শিক্ষাসদনে হয়ে ছিল। এবার পূর্তি অনুষ্ঠান হলো। স্মরণ অনুষ্ঠানটি স্মৃতি মেদুর হয়ে ওঠে বক্তাদের ভাষণে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *