আবেশভূমি ডিজিটাল :প্রকাশ কর, এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্ৰাম।নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড একাডেমি ITI এর কৃতী ছাত্র “মেটাল কাটিং আটেনডিং ট্রেড” বিষয়ে ইন্ডিয়ান টপার অরিন্দম

                      । কর কে২৬ অক্টোবর শনিবার নিউ দিল্লিতে অনুষ্ঠিত “স্কিল কনভেনশন সেরিমানি” কনভেনশনে দেশের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী স্মারক তুলে দিয়ে সম্মাননা জ্ঞাপন করেন। অরিন্দম তার কৃতিত্বের বিষয় স্বল্পকালীন বক্তব্যে উপস্থাপন করেন। স্মারক গ্রহণের সময় পাশে
      ছিলেন অরিন্দমের মা আরতি কর।
      নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অন্ধ স্কুলের কৃতির আদিবাড়ী দেশপ্রাণ ব্লকের চালতি পঞ্চায়েতের চালতি গ্ৰামে। অরিন্দমের বাবা নটেশ্বর ও দাদু জগদীশ চন্দ্র ও নারায়নচন্দ্র কর।অরিন্দমের প্রাথমিক স্কুলের পাঠ সরস্বতীপুর প্রাথমিক
        বিদ্যালয়ে।
        জন্ম থেকে দৃষ্টিতে বিশেষ চাহিদা সম্পন্ন অরিন্দম নিজের অধ‍্যবসায়ে এমন কৃতিত্বে আপ্লুত সরস্বতীপুর প্রাথমিকের প্রাক্তন প্রধান শিক্ষক গৌরীশঙ্কর মহাপাত্র ও প্রাক্তন সহ শিক্ষিকা ঠাকুমা আশালতা কর,পিসতুতো জেঠু নৈপুর ভগৎ সিং মেমোরিয়াল ট্রাস্টের রেজিস্টার্ড সভাপতি চণ্ডীপ্রসাদ রথ।

          Share

          Leave a Reply

          Your email address will not be published. Required fields are marked *