গৌরীশঙ্কর মহাপাত্র ,আবেশভূমি ডিজিটাল, এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্ৰাম।নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের তিন দিনের ২৫ তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় উত্তর ২৪ পরগনার টাকি শহরে। প্রাকৃতিক দুর্যোগের কারণে শুক্রবার ২৫ তারিখের অনুষ্ঠান বাতিল করা হয়। দ্বিতীয় দিন শনিবার টাকি সাংস্কৃতিক মঞ্চে কাঁথি দীঘা শাখা তাদের গীতি আলেখ্য “ইচ্ছেমতির ইচ্ছে কথা” মঞ্চস্থ করে।এবার রাজ্য স্তরে গল্পে- শিখা দাস ,স্বরচিত কবিতায় -প্রমথেশ মণ্ডল এবং প্রবন্ধে অমিয় বরণ ভৌমিককে পুরস্কৃত করা হয়। কাঁথি দীঘা শাখার পক্ষে সভাপতি , সম্পাদিকা রীনা দাস, কোষাধ্যক্ষ প্রসেনজিৎ বেরা, প্রাক্তন সম্পাদক দেবাশীষ  মাঝি,অধ‍্যক্ষ ড রতন সামন্ত, প্রাক্তন প্রধান শিক্ষক বিমান বিহারী পয়ড়‍্যা, নটেন্দ্রনাথ মাইতি,পুরস্কার প্রাপকগণ সহ ২০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।প্রদীপ প্রজ্জ্বলনে ও জাতীয় পতাকা উত্তোলনে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। অনুষ্ঠানের করেন বিশিষ্ট সাহিত্যিক অনিতা অগ্নিহোত্রী। ছিলেন সংস্থার কেন্দ্রীয় সহ সভাপতি দেবাশীষ গোস্বামী, সাধারণ সচিব অনিল কুমার ধর, রাজ্য সভাপতি মোহিত গাঙ্গুলী ,রাজ্য সচিব প্রণবেশ দাস, অভ্যর্থনা কমিটির সভাপতি হরিদাস বালা, বিশেষ অতিথি স্বপন গাঙ্গুলী প্রমুখ।স্বাগত ভাষণ দেন অভ্যর্থনা কমিটির অন‍্যতম  টাকি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ মুখার্জী। অনুষ্ঠানে স্মরণিকা প্রকাশ হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন পার্থপ্রতিম নাগ। অনুষ্ঠান শেষে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন অভ্যর্থনা কমিটির সচিব বাদল সরকার

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *