গৌরীশঙ্করক মহাপাত্র, আবেশভূমি ডিজিটাল :এগরা কাঁথি,, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম: ভগবানপুর ২ ব্লকের রঘুনাথচক পল্লী কল্যাণ সমিতি পরিচালিত নার্সারি স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী  ও শীত বস্ত্র বিতরণ হয়  ৭৬ তম সাধারণতন্ত্র দিবসে। অনুষ্ঠানের প্রধান অতিথি বালিঘাই জগন্নাথ

    জীউ সেবা সমিতির কর্ণধার একালের দানবীর আশিস ধাওয়া অনুষ্ঠানের উদ্বোধন করেন। উদ্বোধক সংস্থার হাতে ২০ হাজার টাকার চেক এবং এলাকার দু:স্থ ১০০জনকে শীতবস্ত্র কম্বল শীতের উপহার তুলেদেন। বিদ‍্যালয়ের ছাত্র ছাত্রীদের কাছে প্রজাতন্ত্র দিবসের তৎপর্য ও নেতাজীর ভূমিকা তুলে ধরে উপস্থিত সকলকে সমৃদ্ধ করেন। নেতাজীর আদর্শকে পাথেয় করে চরিত্র গঠনের পরামর্শ দেন।উপস্থিত ছিলেন অধ্যাপক সুশীল রঞ্জন মাইতি, পৌরহিত‍্য করেন সংস্থার অন্যতম কর্মকর্তা প্রাক্তন শিক্ষক রঞ্জিত মান্না। স্বাগত ভাষণে বিদ্যালয়ের বৃদ্ধিতে সকলের সহযোগিতা কামনা করেন প্রতিষ্ঠানের সম্পাদক প্রাক্তন অধ্যাপক সুনির্মল পয়ড়‍্যা।সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ক্লাবের সুযোগ্য সম্পাদক অধ্যাপক সুনির্মল পয়ড়‍্যা। শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শম্পা মান্না। প্রসঙ্গত ২৩ শে জানুয়ারী প্রাক্তন মৎস্য মন্ত্রী কিরন্মানন্দের আর্থিক সহযোগিতায় বিদ্যালয়ে বিবেকানন্দ ও রবীন্দ্রনাথের মূর্তির আবরণ উন্মোচন হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী কিরন্ময় নন্দ ও এলাকার বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *