
রাজকুমার মহাপাত্র :আবেশভূমি ডিজিটাল: এগরা কাঁথি পূর্ব মেদিনীপুর ।দ্বাদশ বর্ষএগরা মহকুমা বইমেলার নোডাল ব্লক পটাশপুর-১ পঞ্চায়েত সমিতিতে মেলা নিয়ে চূড়ান্ত পরিকল্পনা হয়। ২৩ ফেব্রুয়ারী থেকে ১ লা মার্চ ৭ দিনের এই মেলার উদ্বোধক, আমন্ত্রিত অতিথি, স্মরণিকা, প্রতিদিনের স্মারক বক্তা নির্বাচন ,আলোচনা সভার বিষয় বস্তু চূড়ান্ত করা,সাংস্কৃতিক অনুষ্ঠান, রবিবার ব্লক ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার অগ্ৰগতি নিয়ে সম্পাদকের কাছে বিস্তারিত আলোচনা হয়। সভায় পৌরহিত্য করেন পঞ্চায়েত সমিতির সভাপতি নমিতা বেরা। উপস্থিত ছিলেন বিডিও বিধানচন্দ্র বিশ্বাস, পূর্ত কর্মাধ্যক্ষ বিনয় পট্টনায়ক ও শিক্ষা কর্মাধ্যক্ষ অতনু জানা, দুই চক্রের বিদ্যালয় পরিদর্শক রাকেশ দেবনাথ ও খুকু রানী দাস, রিমা পাত্র, নুপুর দাসসহ ব্লকের বিভিন্ন আধিকারিকগন, পঞ্চায়েত প্রধান,মেলা কমিটির সম্পাদক গৌরীশংকর মহাপাত্র, প্রতিযোগিতা বিভাগের আহ্বায়ক তপন কুমার মন্ডল, মেলা কমিটির অন্যতম কর্মকর্তা যথা এগরা কেন্দ্রিক দক্ষিণ মেদিনীপুর জেলা প্রস্তাবক কমিটির সভাপতি প্রখ্যাত শল্য চিকিৎসক ডা:বাদল অশ্রু ঘাটা, কর্মকর্তা সুমন কল্যাণ প্রধান, ব্লকের ২ কো অর্ডিনেটর প্রেমাঙ্কুর শাসমল ও প্রবীর ভঞ্জ প্রমুখ।