
গৌরীশংকর মহাপাত্র :আবেশভূমি ডিজিটাল: এগরা কাঁথি: মেদিনীপুর পূর্ব পশ্চিম।আবেশভূমি: এগরা প্লেস ক্লাবের মাসিক সৃজনশীল সাহিত্য সম্মেলনে সংস্থার মুখপাত্র “সমন্বয়” পত্রিকার বর্ষশেষ সংখ্যা প্রকাশিত হয় রবিবার স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়ে এই প্রকাশ অনুষ্ঠানে ছিলেন প্রখ্যাত শল্য চিকিৎসক ডা:বাদল অশ্রু ঘাটা,শিশু চিকিৎসক ডা:এনকে প্রধান, ডা: গৌতম মাইতি প্রমূখ। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন কবি অলকেশ মাইতি। স্বাগত বক্তব্যে পত্রিকা প্রকাশ ও সৃজনশীল সাহিত্য সম্মেলনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে এগরা প্রেসক্লাব ও এগরা মহকুমা বইমেলার সম্পাদক গৌরীশঙ্কর মহাপাত্র জানান এলাকার কবি সাহিত্যিকদের সৃজনশীলতার মানোনোন্নয়ন ও তা ছাপা হরফে জন সমক্ষে তুলে সমৃদ্ধ করতে এমন উদ্যোগ। এই অনুষ্ঠানের সহযোগিতায় যে এগরা মহকুমা বইমেলা তা সকলকে অবগত করা। প্রেসক্লাবের সভাপতি ও বইমেলার কার্যকরী সভাপতি বীরকুমার শী সভায় পৌরহিত্য করেন। পত্রিকার দায়িত্ব প্রাপ্ত সম্পাদক কিশোর নাগ প্রকাশনা নিয়ে কিছু কথার পাশাপাশি কবিতা পাঠ করেন।কবিতা পাঠে অংশ নেন কবি ও গীতিকার হেমন্ত মাইতি, কবি বিকাশ পন্ডিত, সৌমেন সেন, সুমন কল্যাণ প্রধান, শঙ্কর নারায়ণ মিশ্র, স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শমিক মান্না প্রমূখ।উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রেসক্লাবের সম্পাদক।