গৌরীশঙ্কর মহাপাত্র: আবেশভূমি ডিজিটাল, এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম।এগরা-২ ব্লকের পানিপারুল পঞ্চায়েতের পানিপারুল ইউথ ডেভেলপমেন্ট অ্যাকাডেমি আয়োজিত ৭ দিন ব্যাপি স্মৃতি যুব ক্রিকেট উৎসবের উদ্বোধন হয় বুধবার। শুভ বড়দিনে বৈকালিক এক অনুষ্ঠানে ক্রিকেট বল থ্রোয়িং এর মধ্য দিয়ে খেলার উদ্বোধন করেন পানিপারুল পঞ্চায়েত প্রধান রঞ্জিতা প্রধান। প্রধান অতিথি কাঁথি পৌরপ্রধান সুপ্রকাশ গিরি যুবকদের খেলাধুলার চর্চা মধ্য দিয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক মানোন্নয়নে এমন উদ্যোগের জন্য আয়োজক ক্লাবের প্রশংসা করেন।এমন ভালো কাজে তিনি আগামীদিনেও পাশে থাকার আশ্বাস দেন। অতিথির আসনে ছিলেন এগরা-২ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি আরতি মুন্ডা, সমাজসেবী প্রাণকৃষ্ণ পয়ড়‍্যা প্রমূখ ।উদ্বোধনী অনুষ্ঠানে পৌরহিত‍্য করেন

    আয়োজক সংস্থা সভাপতি মোহন সিনহা। স্বাগত ভাষণে সম্পাদক সপ্তর্ষি মণ্ডল জানান ৮ দলের এই খেলা চলবে সাত দিন। আগামী মঙ্গলবার খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ৬০ এবং রানার্স দলকে ৪০ হাজার টাকা সহ ট্রফি দিয়ে পুরস্কৃত করা হবে। চ্যাম্পিয়ন পুরস্কার দাতা অজয় পয়ড়‍্যার স্মৃতিতে অজিত পয়ড়‍্যা এবং রানার্স পুরস্কার দাতা আশীষ জানা ও সব‍্যসাচী জানার স্মৃতিতে অরিত্র জানা। উদ্বোধন শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান ‌ সম্পাদক।সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় সুব্রত দাস পট্টনায়ক।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *