গৌরীশংকর মহাপাত্র: আবেশভূমি ডিজিটাল: এগরা কাঁথি: মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম। ভগবানপুর-১ ব্লকের ভগবানপুর পঞ্চায়েতে ডা: বিধানচন্দ্র রায় কৃষি মেলা ও ভগবানপুর উৎসবের শুভ সূচনা হয় ২৪ ডিসেম্বর মঙ্গলবার। ভগবানপুর হাইস্কুল মাঠে মঙ্গল দীপজ্বেলে ১৪ দিনের এই উৎসবের সূচনা করেন তারকা বিধায়ক সোহম চক্রবর্তী।সঙ্গে মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, জেলা পরিষদের সদস্য রবিনচন্দ্র মন্ডল, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব পড়ুয়া, ভগবানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সেক শাহেনশা হক,বিভীষণপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সৌরভ কান্তি বেরা, ভগবানপুর পঞ্চায়েতের উপপ্রধান শেখ আনোয়ার আলী, মেলা কমিটির সভাপতি সাধন চন্দ্র দাস প্রমূখ। বর্ণাঢ্য শোভাাত্রা এলাকা পরিক্রমা করে মেলা প্রাঙ্গণে পৌঁছায়। শোভাযাত্রায় অভিনবত্ব আনতে ছিল সুসজ্জিত ঢাকির দল, মণিপুরী নৃত্য, আদিবাসী নৃত্য সহ ব্যান্ড পার্টি। স্বাগত ভাষণে মেলা কমিটির জয়েন্ট সেক্রেটারি বর্ষীয়ান সংগঠক মদন মোহন পাত্র জানান ১৫দিনের এই মেলা চলবে ৬ই জানুয়ারি পর্যন্ত প্রত্যহ মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান বাহারী আলো, সেবামূলক কর্মসূচি, ও সচেতনতা মূলক আলোচনা সভা। উদ্বোধনী অনুষ্ঠানে পৌরহিত্য করেন মেলা কমিটির চেয়ারম্যান ভগবানপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পন্ডা। উদ্বোধন অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন অন্যতম জয়েন সেক্রেটারি উদয় শংকর মাইতি।