গৌরীশংকর মহাপাত্র আবেশভূমি ডিজিটাল: এগরা কাঁথি ,মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম।পটাশপুর-২ ব্লকের প্রতাপদীঘি রামকৃষ্ণ সারদা শিক্ষা সদন ও সেবাশ্রমে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের শুরু ক্যারাটে, ব্রতচারী ও যোগার মেগা প্রশিক্ষণ শিবির।প্রায় ৭০০ছাত্রছাত্রী ও ৫০ শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন।

    শিবিরে মাষ্টার ট্রেনার ক্যারাটেতে- সেলভ্ ডিফেন্স ক্যারাটে ট্রেনিং সেন্টার,ঝাড়গ্ৰাম থেকে সাগর খামরই ও তাঁর সহযোগীরা, ব্রতচারীতে-তারা রানী সর্দার ও উত্তম ঘোড়াই, ব্রতচারী কেন্দ্রীয় নায়ক মন্ডলী,হুগলী এবং যোগাতে ঊমা গিরি।

      তিন দিনের এই শিবির চলবে বুধবার পর্যন্ত।এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ ট্রাষ্ট কমিটির ও পরিচালন কমিটির সদস্য সদস্যারা।প্রধান শিক্ষক শক্তিপদ গিরি বলেন ছাত্র ছাত্রীদের শারীরিক, মানসিক ও বৌদ্ধিক বিকাশ ঘটাতে এই ধরনের প্রয়াস।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *