গৌরীশংকর মহাপাত্র ,আবেশভূমি ডিজিটাল, এগরা কাঁথি ,মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম।পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন-২ ব্লকের সাউরী পঞ্চায়েতের ললাট গঙ্গাধর পাঠশালা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পুষ্টি বিজ্ঞানের ছাত্র ছাত্রীদের উদ্যেগে ও পরিচালনায় শুক্রবার ফুড ফেস্টিভ্যাল (Food Festival) অনুষ্ঠিত হয় বিদ‍্যালয় প্রাঙ্গণে। ছাত্র-ছাত্রীরা বিরিয়ানি, চিকেন চপ ,পরোটা ,এগ রোল, চাউমিন ,চিকেন

    পকোড়া, চিকেন মোমো, ঘুগনি ,ফুচকা ,কফি, প্রভৃতি ১১টি আটেমের খাদ্য সামগ্রী তৈরি করে ছাত্র ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা অভিভাবক অভিভাবিকার মধ্যে বিপণন
      করে ব‍্যপক সাড়া ফেলে।
      উপস্থিত ছিলেন দাঁতন -২ ব্লকের বি. ডি . ও অভিরুপ ভট্টাচার্য, জয়েন্ট বি ডি ও , মলয় রায়চৌধুরী, শিক্ষা কর্মাধ‍্যক্ষ শংকর ভূঞ্যা
          ,পরিচালন সমিতির সভাপতি শিশির কুমার প্রধান ,প্রধানশিক্ষক নব কান্ত জানা, ও সমস্ত সহ শিক্ষক,
            শিক্ষিকা ও শিক্ষাকর্মী গন।
            ছাত্র ছাত্রী, অভিভাবক সহ এলাকার মানুষের উন্মাদনা চোখে পড়ার মতো ছিল।ছেলে মেয়েরা যা তৈরি করে ছিল,বিকাল চারটার মধ্যে প্রায় সব বিক্রি শেষ হয়ে যায়

              Share

              Leave a Reply

              Your email address will not be published. Required fields are marked *