রাজকুমার মহাপাত্র: আবেশভূমি ডিজিটাল,এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম।ঐতিহাসিক মুর্শিদাবাদ শহরের হাজারদুয়ারী’র সাগ্নিক হোটেলে মুর্শিদাবাদ হেরিটেজ এন্ড কালচারাল ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে এবং মুর্শিদাবাদ পৌরসভার সহযোগিতায় দু’দিনের সাহিত্য উৎসব হয় ডিসেম্বরের ১

    ও ২ তারিখ রবি ও সোমবার। লোকসংস্কৃতি, আঞ্চলিক ইতিহাস ,নারী বিষয়ক, কবিতা ও কিশোর সাহিত্য প্রভৃতি বিষয়ে ১১জনকে এই সাহিত্য সম্মান- ২৪ দেওয়া হয়।শিশু ও কিশোর সাহিত্য বিভাগে “কিশোর গল্পকথা” এই বইয়ের জন্য পূর্ব মেদিনীপুর জেলার এগরা শশরের বীরকুমার শী মহোদয় কে এই সম্মাননা তুলে দেয় হাজারদুয়ারি সাহিত্য উৎসব। এগরা প্রেস ক্লাবের সভাপতি ও এগরা মহকুমা বই মেলার কার্যকরী সভাপতি বীরকুমার শী’র এই সম্মাননা প্রাপ্তির খবরে তাকে চলমান দূরাভাষে অভিনন্দন জানান এগরা প্রেসক্লাব ও এগরা মহকুমা বইমেলার সম্পাদক গৌরীশঙ্কর মহাপাত্র।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *