দৈনিক আবেশভূমি:সঞ্জীব আচার্য্য:- শুধু দুর্গাপূজাতে আটকে নয় , সরস্বতী পূজাতে থিমের ছোঁয়া। থিমের মন্ডপ বানিয়ে দর্শনার্থীদের মন কাড়লো পঁচেট ডি লাইট ক্লাব। পঁচেট ডি লাইট ক্লাবের সরস্বতী পুজোর এবছরের থিমের নাম “সময়”। সরস্বতী পুজোর থিমের মন্ডপ, প্রতিমা ও আলোক সজ্জা দেখার জন্য অপেক্ষায় থাকে জেলা সহ রাজ্যের অন্যান্য জেলার মানুষ। প্রতিবছরের মত এ বছরও তারা থিমের মন্ডপ বানিয়ে মানুষের মন জয় করে নিয়েছে। এই মন্ডপ তৈরি হয়েছে thermocol ,বাঁস, খড় কাপড় দিয়ে।
তাদের এ বছরের পুজো 19 তম বর্ষ পদার্পণ করল। পুজোর বাজেট রয়েছে ৭ লক্ষ টাকা।এই পুজোকে ঘিরে থাকছে নানান সাংস্কৃতিক ক্রিড়া প্রতিযোগিতা, বস্ত্র বিতরণ , দুঃস্থ ছাত্র-ছাত্রীদের বই প্রদান, ম্যারাথন দৌড় সহ নানান ধরনের কর্মসূচি । প্রতিবছর লক্ষ লক্ষ টাকা খরচ করে দর্শনার্থীদের জন্য সুন্দর থিমের মন্ডপ , প্রতিমা , আলোক সজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার হিসেবে তুলে ধরে ঐ ক্লাব। বিগতে বছরে এই ক্লাবের রুপোর প্রতিমা দর্শনার্থীদের মন কেড়েছে।
শুধু প্রতিমা নয় প্রতি বছর জেলার বিগ বাজেটের পুজো গুলির মধ্যে সেরা সেরা স্থান অধিকার করে ঐ ক্লাবের থিমের মন্ডপ। এবছর ও তারা দর্শনার্থীদের জন্য থিমের মন্ডপ তুলে ধরেছেন।
ক্লাবের সদস্য উমানাথ পন্ডা তিনি জানান প্রত্যেক বছরের মতো এ বছরও সামাজিক সচেতনতা মূলক থিম তুলে ধরেছে তারি। এ বছরের তাদের থিম হচ্ছে “সময়”। এই থিম তুলে ধরার কারণ বর্তমান যুগের ছোট থেকে বড় সকলেই মোবাইলে আসক্ত হয়ে উঠছে। ফেসবুক, ইউটিউব ,টিউটর বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপে সারাক্ষণ ব্যস্ত থাকছে। এ যেন যেভাবে পাখিকে খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়, ঠিক সেই ভাবেই বাচ্চা থেকে বড় সকলেই বন্দী হয়ে গেছে মোবাইলে। তাই ছোটরা যাতে খেলাধুলা,পড়াশোনা, শারীরিক চর্চায় মন দেয় সেই দিকগুলি কথা মাথায় রেখেই এই থিম তারা তুলে ধরেছে।