গৌরীশংকর মহাপাত্র ,আবেশভূমি ডিজিটাল, এগরা কাঁথি ,মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম।এগরা “আমরা ক’জন” র উদ্যোগে পটাশপুর ১ ব্লকের গোকুলপুর পঞ্চায়েতের বিশ্বনাথপুর , অযোধ্যাপুর ও পুষা গ্রামের ২৫ জন দুঃস্থ আদিবাসী প্রবীনাদের শীতের চাদর, বিস্কুট ও ৪জন অতি দুঃস্থ বৃদ্ধা মহিলার হাতে চাল , ডাল ,আলু , সয়াবিন , তেল তুলে দেওয়া হয় মঙ্গলবার । উপহার সামগ্রী পেয়ে ভীষণ খুশি । ছিলেন সংস্কার কর্ণধার মিঠু সিং ,ড কালিপদ প্রধান প্রমুখ।