
গৌরীশংকর মহাপাত্র, আবেশভূমি ডিজিটাল, এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্ৰাম।পটাশপুর-১ব্লকের বড়হাট পঞ্চায়েতের বড়হাট বাজার সমাজ সেবা সংঘ আয়োজিত রক্তদান শিবির অনুষ্ঠিত হয় বুধবার। রক্তদাতাদের হাতে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করার মধ্য দিয়ে শিবিরের উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পিযুষ কান্তি পন্ডা। সঙ্গে পঞ্চায়েত সভাপতি নমিতা বেরা, বড়হাট পঞ্চায়েত প্রধান দীপক মহাপাত্র ,কর্মাধ্যক্ষ বিনয় পট্টনায়ক সহ চারজন কর্মাধ্যক্ষ। পৌরহিত্য করেন আয়োজক সংস্থা সভাপতি চন্দন মন্ডল। কোঠারী ব্লাড ব্যাঙ্ক ৬২ জনের রক্ত সংগ্রহ করে। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান আয়োজক সংস্থা সম্পাদক অরুণ সামন্ত।