
রাজকুমার মহাপাত্র,আবেশভূমি ডিজিটাল, এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাঢ়গ্ৰাম : দ্বাদশ বর্ষ এগরা মহকুমা বইমেলার ব্লকভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার তৃতীয় দিন বুধবার ছিল ভগবানপুর ব্লকে। ভগবানপুর হাইস্কুলে এই প্রতিযোগিতার সূচনা করেন পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পন্ডা, সঙ্গে ছিলেন
ভগবানপুর পঞ্চায়েতের ভারপ্রাপ্ত প্রধান শেখ আনোয়ার আলী, পঞ্চায়েত সমিতির সদস্যা তুলিকা সিনহা, মহকুমা বইমেলা ও এগরা প্রেসক্লাবের সম্পাদক গৌরীশঙ্কর মহাপাত্র, মেলার প্রতিযোগিতা বিভাগের আহ্বায়ক তপন কুমার মন্ডল, বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতির যুগ্ম সম্পাদক বিরজাকান্ত প্রধান, সাংবাদিক সজল মাইতি, ব্লকে প্রতিযোগিতা কোঅর্ডিনেটার আশিস মহেশ, সুতনপন্ডিত ও বিকাশ পন্ডিত।৩টি বিভাগে ১৮টি বিষয়ে প্রায় ৪০০ প্রতিযোগী অংশগ্রহণ করে। সম্পাদক জানান ব্লক স্তরের প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় থানাধিকারীদের নিয়ে আগামী ২৭ শে ফেব্রুয়ারি মহকুমা স্তরের প্রতিযোগিতা হবে এগরা শহরে। ব্লক ও পৌরস্তরের প্রতিযোগিতার ফলাফল ঘোষণা হবে ২৩ শে ফেব্রুয়ারি মেলা উদ্বোধনের দিন বিকেলে। ১মার্চ মেলা মঞ্চে ব্লক স্তরের ও মহাকুমাস্তরের প্রতিযোগিতার পুরস্কার বিতরণী হবে।
পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পন্ডা মেলাকে সুসম্পন্ন করতে উপস্থিত অভিভাবক অভিভাবিকা সহ সকলকে ২৭ তারিখ ভগবানপুর দিবসে মেলা মঞ্চে উপস্থিত থেকে সহযোগিতার আহ্বান জানান। আগামী রবিবার ৯ ফেব্রুয়ারি ব্লক স্তরের শেষ প্রতিযোগিতা হবে দুটি কেন্দ্রে। অমর্ষি রঘুনাথ হাইস্কুলে পটাশপুর-১ ব্লকের এবং টিকরাপাড়া অম্বিকাময়ী হাইস্কুলে পটাশপুর-২ ব্লকের প্রতিযোগিতা সম্পন্ন হবে বলে জানান তপন কুমার মন্ডল। প্রতিযোগিতা সুসম্পন্ন করা সহ সবার মধ্যাহ্ন ভোজের আয়োজন করায় স্থানীয় পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বিদ্যালয়ের কর্তৃপক্ষ ও ব্লক ইউনিটকে মেলা কমিটির পক্ষে ধন্যবাদ জানান সম্পাদক গৌরীশংকর বাবু।