রাজকুমার মহাপাত্র, আবেশভূমি ডিজিটাল, এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্ৰাম : দ্বাদশ বর্ষ এগরা মহকুমা বইমেলার ব্লক ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার সফল সমাপ্তি হয় রবিবার। পাঁচটি ব্লক একটি পৌরসভা নিয়ে এগরা মহকুমা জুড়ে সাংস্কৃতিক মেধা অন্বেষণে বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতির সহযোগিতা এবং মেলার নোডাল ব্লক পটাশপুর-১ ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে শুরু হয়েছিল ১৯জানুয়ারী বালিঘাই হাইস্কুলে ও নেগুয়া হাইস্কুলে প্রতিযোগিতার মধ্য দিয়ে তা শেষ হয় রবিবার পটাশপুর-১ ব্লকের অমর্ষি রঘুনাথ হাইস্কুলে এবং পটাশপুর-২ ব্লকের টিকরাপাড়া অম্বিকাময়ী হাই স্কুলে প্রতিযোগিতার মধ্য দিয়ে। প্রতি ব্লকেই প্রতিযোগিতা শুরুর আগে সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠান হয়। এদিন পটাশপুর-১ ব্লকে উদ্বোধন করেন এগরা কেন্দ্রিক দক্ষিণ মেদিনীপুর জেলা প্রস্তাবক কমিটির

     
       

      সভাপতি প্রখ্যাত শল‍্য চিকিৎসক ডা: বাদল অশ্রুঘাটা। সঙ্গে অমর্ষি চক্রের অবর বিদ্যালয পরিদর্শক খুকুরানী দাস সাউ ,মেলা কমিটির সম্পাদক গৌরীশঙ্কর মহাপাত্র, যুগ্ম সহ সম্পাদক সত্যব্রত সাহু , কর্মকর্তা সুমন কল্যাণ প্রধান, অন্যতম মহিলা কর্মকর্তা কবিতা প্রধান, বিদ্যালয়ের সহশিক্ষক গৌতম নন্দী, দুই কো অর্ডিনেটর প্রেমাঙ্কুর শাসমল ও প্রবীর ভঞ্জ।অনুরূপভাবে টিকরাপড়া হাই স্কুলে প্রতিযোগিতার উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন কুমার মাইতি‌। সঙ্গে জেলা পরিষদ সদস্যা প্রণতি আচার্য, জেলা পরিষদ সদস্য গোলকেশনন্দ গোস্বামী, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজীব পন্ডা, মেলা কমিটির কোষাধ্যক্ষ আশিস দাস, মেলার প্রতিযোগিতা বিভাগের আহ্বায়ক তপন কুমার মন্ডল , বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতির যুগ্ম সহ সম্পাদক বিরজাকান্ত প্রধান, ব্লকের তিন কো অর্ডিনেটর সুভাষ দাস, গোবিন্দ প্রসাদ প্রধান ,অলক পন্ডিত প্রমুখ। দুই জায়গায় প্রতিযোগী সংখ্যা ছিল গড়ে ৩০০ এর অধিক। মেলা কমিটির পক্ষে ২৩ শে ফেব্রুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানানোর পাশাপাশি ওই দিন বিকালে যে ফল ঘোষণা হবে জানান হয়। বিদ্যালয় পরিদর্শক খুকুরানী দাস সাউ 

           

          তার সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে জানান প্রতিবছর কম্পোজিট গ্রান্টের ন্যূনতম ২০০০ টাকা এই মেলা থেকে কেনার উদ্যোগ নিন এবং অভিভাবকদের বলি ছেলে মেয়েদের মোবাইলে অ্যাডিকশন থেকে সরিয়ে আনতে বই হাতে দিন, এর বিকল্প নেই ।আপনাদেরকে এই এগিয়ে আসতে হবে সব প্রশাসন বা শিক্ষক-শিক্ষিকা করতে পারবে না আপনারা এগিয়ে আসুন, সহযোগিতা করুন।পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন কুমার মাইতি  এগরা মেলা প্রাঙ্গণে ২৮ শে ফেব্রুয়ারি পটাশপুর-২ ও প্রসন্নকুমার ত্রিপাঠী দিবসে এই ব্লকের সর্বাধিক মানুষের উপস্থিতির আহ্বান জানান।

             

             বই ও বইমেলার তাৎপর্য  তুলে এই সাংস্কৃতিক প্রতিযোগিতা কিভাবে সাংস্কৃতিক মানোন্নয়নে  মহকুমাকে  এগিয়ে নিয়ে যাবে সে উদ্দেশ্য ব্যাখ্যা করেন।মেলা সম্পাদক জানান মহকুমা প্রতিযোগিতা হবে ২৭ শে ফেব্রুয়ারি এগরা শহরে ব্লক স্তরের প্রথম ও দ্বিতীয়কে নিয়ে। কুইজ প্রতিযোগিতা ২৮ শে ফেব্রুয়ারি। পুরস্কার বিতরণী ১মার্চ বিকাল ৪টায়। প্রতিযোগিতা গুলি সুসম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সম্পাদক গৌরীশঙ্কর মহাপাত্র।

              Share

              Leave a Reply

              Your email address will not be published. Required fields are marked *