
গৌরীশংকর মহাপাত্র ,আবেশভূমি ডিজিটাল : এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্ৰাম।ভগবানপুর-১ পঞ্চায়েত সমিতির উদ্যোগে ভগবানপুর হাই স্কুলে আগত সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের গোলাপ ফুল ও পেন দিয়ে শুভকামনা জানানো হয়। যে কোন অসুবিধায় তাদের পাশে থাকার অভয় দেওয়ার পাশাপাশি জীবনের প্রথম বড় এই পরীক্ষায় সাফল্য কামনা করা হয়।উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ শেখ রাইসুউদ্দিন, শিশু ও নারী কর্মাধ্যক্ষ শেফালী কর, ভগবানপুর পঞ্চায়েতের ভারপ্রাপ্ত প্রধান শেখ আনুয়ার আলী, কাকরা পঞ্চায়েতের প্রধান মামনি বিবি, বেঁউদিয়া পঞ্চায়েতের উপপ্রধান শেখ মেহবুব, ভগবানপুর পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য অনুপ মাইতি সহ ভগবানপুর হাই স্কুলের সম্পাদক শফিউল্লা মল্লিক, বেঁউদিয়া মাতৃপিঠ গার্লস হাই স্কুলের সম্পাদক শেখ হানিফ , বিশিষ্ট সমাজসেবী হারেজ মল্লিক, বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী বিকাশ ভূঁইয়া ও পুলক মাইতি , শেখ সেলিম,তপন মাইতি, নন্দন দাস, শেখ শফিউল প্রমূখ।