রাজকুমার মহাপাত্র :আবেশভূমি ডিজিটাল : এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্ৰাম।পূর্বমেদিনীপুর জেলার এগরা পৌরশহরের দীঘা মোড় সংলগ্ন মাঠে এগরা প্রেসক্লাব ,পৌর ও ত্রিস্তর পঞ্চায়েতের  নোডাল ব্লক পটাশপুর ১ এর সহযোগিতায়   দ্বাদশ বর্ষ এগরা মহকুমা বইমেলার সাড়ম্বর উদ্বোধন হয় রবিবার। ফিতা

    কেটে মঙ্গলদীপ জ্বেলে ৭ দিনের বইমেলার উদ্বোধন করেন মেদিনীপুর রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ-অধ্যক্ষ স্বামী শশধরানন্দজী । উদ্বোধন প্রাক্কালে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা,বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিক, কবি ,গুনীজন ও বই প্রেমী মানুষের বর্ণাঢ্য শোভাযাত্রা এগরা শহর পরিক্রমা করে। গৌরবময় উপস্থিতিতে ছিলেন বিধায়ক তরুন কুমার মাইতি, মেলার নোডাল ব্লক পটাশপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি নমিতা বেরা,এগরা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি শাহনাজ বেগম, পটাশপুর উত্তরচক্রের বিদ্যালয় পরিদর্শক রাকেশ দেবনাথ,
      সাহিত্যিক অর্ধেন্দু দাশ, নেগুয়া সুন্দর নারায়ন হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ড: শিব শংকর মহাপাত্র,এগরা কেন্দ্রিক দক্ষিণ মেদিনীপুর জেলা প্রস্তাবক কমিটির সভাপতি প্রখ্যাত শল‍্য চিকিৎসক ডা বাদল অশ্রু ঘাটা, চিকিৎসক এন কে প্রধান প্রমূখ‌‌। সভায় পৌরহিত‍্য করেন সংস্থার কার্যকরী সভাপতি বীরকুমার শী।স্বাগত ভাষণ দেন মেলা কমিটির সম্পাদক গৌরীশঙ্কর মহাপাত্র
      প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, সংগীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়,মনোজ মিত্র, প্রব্রাজিকা সন্ন্যাসিনী আনন্দ প্রাণা, সংবাদ পাঠিকা ছন্দা সেনসহ প্রয়াতদের শ্রদ্ধা জানিয়ে স্মৃতিতে এক মিনিট নীরবতা পালন হয়। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন কবি সুরকার হেমন্ত মাইতি।দে’জ, আনন্দ, জ্ঞানবিচিত্রা, চিত্র লেখাসহ কোলকাতার ১৮ টি প্রকাশক এসেছেন তাদের বইয়ের সম্ভার নিয়ে। বইমেলার অঙ্গ এগরা মহকুমার ব্লক ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার ফলাফল ঘোষণা হয়। মহকুমা প্রতিযোগিতা মেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে ২৭ফেব্রুয়ারি সকাল ন’টা থেকে। পুরস্কার বিতরণী ১ মার্চ এই মেলার সাংস্কৃতিক মঞ্চে। মেলা কমিটির সম্পাদক গৌরীশংকর মহাপাত্র জানান বইমেলা চলবে ১লা মার্চ পর্যন্ত। মেলা উপলক্ষে স্মরণিকা “উত্তরণ” প্রকাশ করেন উদ্বোধক সহ অধ‍্যক্ষ শশধরানন্দজী, তিনি বীরকুমার শীর একটি ভ্রমন কথা মহাবিশ্রা ৩-৫ দূরে”, বই এর উদ্বোধন করেন। এগরা প্রেসক্লাবের “সমন্বয়” পত্রিকা প্রকাশ করেন বিধায়ক তরুণ কুমার মাইতি। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সভার সভাপতি। সঞ্চালনায় যুগ্ম সহ-সম্পাদক সত‍্যব্রত সাহু, কবি মানস কুমার মাইতি, কবি অলকেশ মাইতি, তপন কুমার মন্ডল, অধ‍্যাপক স্বপন কুমার মিশ্র। মঞ্চ সহযোগিতায় কবিতা প্রধান, আরতি মাইতি, সাংবাদিক সুমন কল্যাণ প্রধান, সঞ্জীব দাস,কিশোর নাগ প্রমুখ।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *