গৌরীশঙ্কর মহাপাত্র ,এগরা : এগরা উত্তর চক্রের বিদ্যালয় পরিদর্শক সুব্রত দে এগরা কশবা শীতলা প্রাথমিক বিদ্যালয়ের সহ:শিক্ষিকা নীলাঞ্জনা মাইতিকে এগরা স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী বদলীর নির্দেশ দিয়েছেন। ২ এপ্রিলের ১৬নং মেমোর এই চিঠিতে ১০ দিনের মধ্যে নতুন স্কুলে যোগদান , পরবর্তী নির্দেশ না যাওয়া পর্যন্ত নতুন বিদ্যালয়ে কাজ চালিয়ে যাওয়াএবং পূর্বের কর্মস্থলে উপস্থিতি দেওয়ার কথা বলেন।
এপর্যন্ত ঠিক ছিল, বিতর্ক চিঠির লেটারহেড “গর্ভমেন্ট অফ নর্থবেঙ্গল”নিয়ে।প্রশ্ন রাজে এমন কোন সরকারের অস্তিত্ব কোথায় ? বিদ্যালয় পরিদর্শকের বিভাগ থেকে এমন ত্রূটিপূর্ণ চিঠি সবার নজরে বাজছে।চিঠির প্রতিলিপি সভাপতি পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ, সংশ্লিষ্ট দুই প্রধান শিক্ষককে দেওয়া হয়েছে। চিঠিটি সোস্যাল মিডিয়ায় শিক্ষকদের হাসির খোরাক হয়ে ঘুরছে।থাকছে নির্বাচন বিধিলাগু থাকাকালীন চিঠির বৈধতা নিয়ে, লোকাল এ্যরেঞ্জমেন্টে শিক্ষিকার সম্মতি নেওয়া হয়েছে কিনা তা নিযে ও। এখনো নীলাঞ্জনা মাইতি নতুন বিদ্যালয়ে যোগদান করেন নি। জানা গেছে স্বর্ণময়ীর দুই শিক্ষিকার মাতৃত্ব কালীন ছুটির প্রেক্ষিতেএমন পদক্ষেপ। বিদ্যালয় পরিদর্শকে ফোনে না পাওয়া য় তার মতামত জানা যায় নি।প্রসঙ্গত নীলাঞ্জনা মাইতিএগরা পৌরসভার উপ পৌরপ্রধান পারুল মাইতির বৌমা এবং প্রাক্তন উপ পৌরপ্রধান বিশ্বজ্যোতি মাইতি র স্ত্রী।