গৌরীশঙ্কর মহাপাত্র , কাঁথি : পূর্ব মেদিনীপুরের দেশপ্রাণ ব্লকের দারিয়াপুর পঞ্চায়েতের দা্রিয়াপুরে ১০ দিনের ঋষি বঙ্কিম মেলা ও প্রর্দশনীর উদ্বোধন হয রবিবার।
ঔপন্যাসিক বঙ্কিমচন্ন্দ্রের স্মৃতি বিজড়িত ১০০তম বর্যের এই মেলা ও প্রদর্শনীর মঙলদীপ জ্বেলে ঔ মেলার উদ্বোধন করেন চলচ্চিত্রাভিনেতা রণঞ্জিৎ মল্লিক,সঙ্গে কথা সাহিত্যিক আবুল বাসার, অধ্যাপক ড শ্রুতিনাথ চক্রবর্তী, অধ্যাপিকা ড সু্রঞ্জনা মিদ্দা, বঙ্কিম পরিবারের পঞ্চম জেনারেশনের শান্তনু চট্টোপাধ্যায় ও বেতার শিল্পী বর্ণালী চট্টোপাধ্যা,দারিয়াপুর পঞ্চায়েতের উপ প্রধান সমবায়ী বলাইলাল পয়ড়্যা,অবসরপ্রাপ্ত শিক্ষক পুলিন বিহারী নায়ক প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন মেলা সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরুন কুমার জান। স্বাগত ভাষণে মেলা যুম সম্পাদক দেবাশীষ মাইতি জানান সাহিত্যিক বঙ্কিমচন্দ্র উপশাসক থাকা কালে তার কালজয়ী উপন্যাস কপালকুন্ডলার স্মৃতি জাগরণে এই মেলা। ১০দিনের এই মেলার সমাপ্তি ১৯এপ্রিল। অতিথিগন বক্তব্যে ব্ঙ্কিমচন্দ্রের সাহিত্য সৃষ্টি,তার সাহিত্যে তৎকালীন সমাজ জীবন, ঐতিহাসিক প্রেক্ষাপট,পরাধীন ভারতবর্য ধরা পড়েছে তুলে ধরেন।উদ্বোধন পর্ব শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান মেলা যুগ্ম সম্পাদক বিশ্বনাথ জানা।