গৌরীশঙ্কর মহাপাত্র , এগরা : মেদিনীপুর জেলার কাঁথি লোকসভা কেন্দ্রের পটাশপুর থানার বড়হাট পঞ্চায়েতের কাটরংকা বাজারে এবং নৈপুর পঞ্চায়েতের বেলদা দোলমেলা মাঠে তৃণমূল প্রার্থী শিশির অধিকারীর সমর্থনে সভা হয় বুধবার। প্রার্থী শিশির অধিকা্রী সঙ্গে রাজ‍্যের প্রাক্তন সমবায় মন্ত্রী বিধায়ক অধ্যাপক জ‍্যোতির্ময় কর,দলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তাপস মাজি, ছিলেন জেলা পরিষদের দুই কর্মাধ‍্যক্ষ মৃনালকান্তি দাস(বন ও ভূমি)এবং সুমিত্রা পাত্র(শিশু ও নারী কল‍্যাণ),জেলা পরিষদ সদস্য পটল আদক, পঞ্চয়েত সমিতির সভাপতি নমিতা বে রা ,প্রধান দীপক কুমার মহাপাত্র, কর্মাধ‍্যক্ষ লক্ষণপাল প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন দলের অঞ্চল সভাপতি বিনয় পট্টনায়। কার্যত এই মহিলা কর্মী সম্মেলনে অঞ্চলের সংঘ মহাসংঘের হাজার হাজার বুথ ভিত্তিক অংশগ্রহণ করে।বক্তাগন ছাত্র ,যুব, কৃষক শ্রমিক, নারীর ক্ষমতায়নে,কর্মসংস্থানে,এম জি নারে গায় শ্রমদিবস সৃষ্টি তে,কন্যাশ্রী,য়ুবশ্রীত,পিঙ্কহাবে বর্তমান সরকার কি ভাবে মেয়েদের শ্রীবৃদ্ধিতে পাশে দাঁড়িয়েছে,এলাকার রাস্তা সংস্কার, খালসংষ্কার করে সার্বিক উন্নয়নে কাজ করছে তা তুলে ধরে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এদিন নৈপুরের সভায় প্রার্থীসহ নেতৃত্বের সঙ্গে স্থানীয় প্রধান ও উপ প্রধান অঞ্জলি শীট ও কালীপদ রথ,পঞ্চায়েত সমিতির তিন কর্মাধ‍্যক্ষ অরূপ কুমার মাইতি(শিক্ষা ও তথ্য সংষ্কৃতি),দীপক পয়ড়‍্যা(কৃষি) মুক্তি বেরা(খাদ্য)সহ ত্রিস্তরীয় সদস্য গন। এক সময়ের সস্ত্রাস কবলিত পটাশপুরের অন্ধকার দিনগুলি স্মরণ করিয়ে এর পুনরাবৃত্তি যাতে না ঘটে তার অনুরোধ জানিয়ে সার্বিক উন্নয়নে তৃণমূল কংগ্রেস প্রার্থী পুন:নর্বাচিত করার আহ্বান জানান।সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন উপ প্রধান ডঃ সুধাংশু মান্না।

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি লোকসভা কেন্দ্রের পটাশপুর থানার বড়হাট পঞ্চায়েতের কাটরংকা বাজারে এবং নৈপুর পঞ্চায়েতের বেলদা দোলমেলা মাঠে তৃণমূল প্রার্থী শিশির অধিকারীর সমর্থনে সভা হয় বুধবার। প্রার্থী শিশির অধিকা্রী সঙ্গে রাজ‍্যের প্রাক্তন সমবায় মন্ত্রী বিধায়ক অধ্যাপক জ‍্যোতির্ময় কর,দলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তাপস মাজি, ছিলেন জেলা পরিষদের দুই কর্মাধ‍্যক্ষ মৃনালকান্তি দাস(বন ও ভূমি)এবং সুমিত্রা পাত্র(শিশু ও নারী কল‍্যাণ),জেলা পরিষদ সদস্য পটল আদক, পঞ্চয়েত সমিতির সভাপতি নমিতা বে রা ,প্রধান দীপক কুমার মহাপাত্র, কর্মাধ‍্যক্ষ লক্ষণপাল প্রমুখ।

    সভায় সভাপতিত্ব করেন দলের অঞ্চল সভাপতি বিনয় পট্টনায়। কার্যত এই মহিলা কর্মী সম্মেলনে অঞ্চলের সংঘ মহাসংঘের হাজার হাজার বুথ ভিত্তিক অংশগ্রহণ করে।বক্তাগন ছাত্র ,যুব, কৃষক শ্রমিক, নারীর ক্ষমতায়নে,কর্মসংস্থানে,এম জি নারে গায় শ্রমদিবস সৃষ্টি তে,কন্যাশ্রী,যুবশ্রীত,পিঙ্কহাবে বর্তমান সরকার কি ভাবে মেয়েদের শ্রীবৃদ্ধিতে পাশে দাঁড়িয়েছে,এলাকার রাস্তা সংস্কার, খালসংষ্কার করে সার্বিক উন্নয়নে কাজ করছে তা তুলে ধরে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।


      এদিন নৈপুরের সভায় প্রার্থীসহ নেতৃত্বের সঙ্গে স্থানীয় প্রধান ও উপ প্রধান অঞ্জলি শীট ও কালীপদ রথ,পঞ্চায়েত সমিতির তিন কর্মাধ‍্যক্ষ অরূপ কুমার মাইতি(শিক্ষা ও তথ্য সংষ্কৃতি),দীপক পয়ড়‍্যা(কৃষি) মুক্তি বেরা(খাদ্য)সহ ত্রিস্তরীয় সদস্য গন। এক সময়ের সস্ত্রাস কবলিত পটাশপুরের অন্ধকার দিনগুলি স্মরণ করিয়ে এর পুনরাবৃত্তি যাতে না ঘটে তার অনুরোধ জানিয়ে সার্বিক উন্নয়নে তৃণমূল কংগ্রেস প্রার্থী পুন:নর্বাচিত করার আহ্বান জানান।সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন উপ প্রধান ডঃ সুধাংশু মান্না।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *