মানস কুমার মাইতি ,এগরা : ভগ্ন হৃদয়ে বৃহস্পতিবার বেলা ১২ টায় শ্রীরামপুর হরপ্রসাদ হাইস্কুলে অনুষ্ঠিত হল সদ্য প্রয়াত সবার প্রিয় শিক্ষক , প্রাবন্ধিক ও গবেষক গৌতম কুমার পাত্র -এর স্মরণ সভা । বিদ্যালয়ের ওই সভাতে উপস্থিত ছিলেন বহু প্রাক্তন ছাত্র , পারিচালন সমিতির সদস্যবৃন্দ ও প্রাক্তন সহকর্মীরা । সভামণ্ডলীতে ছিলেন গৌতম বাবুর ছায়াসঙ্গী তথা মসাগ্রাম হাইস্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক শান্তনু অধিকারী মহাশয় ,তার দীর্ঘ দিনের বন্ধু ডেবরা হরিমতি হাইস্কুলের শিক্ষক পূর্ণ চন্দ্র ভুঁইয়া , বিদ্যালয়ের পরিচালন সমিতির প্রাক্তন সম্পাদক বিষ্ণুপদ মাইতি , প্রাক্তন সভাপতি অমর ভুঞ্যা , পরিচালন সমিতির সদস্য জগ্ননাথ কামিল্যা , প্রাক্তন সহকর্মী কানাইলাল মাইতি , জয়ন্ত রায় , প্রদ্যুম্ন পাইন , তপন হাদল ও স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক শ্রীকান্ত সিং মহোদয় ।
বিষাদময় এই অনুষ্ঠানে স্মৃতি চারণ করতে গিয়ে পাইনবাবু বলেন “গৌতমবাবু ছিলেন নেপথ্য নায়ক , কখনো সামনে থেকে কাজ করতে ভালোবাসতেন না , আড়ালে থেকে প্রীতিটি কাজে তার অবদান অনস্বীকার্য ।“ তার বাল্যকালের বন্ধু শান্তনু বাবু বলেন “গৌতম এর দীর্ঘ আট বছরের সমগ্র সবং নিয়ে যে গবেষণা তা আমি সম্পূর্ণ করবো । ও খুব ভালো গান করতো , কলেজে পড়ার সময় ওর একটা ব্যান্ড ও ছিল । গৌতম এর বই সংগ্রহ দেখলে যে কোনো লাইব্রেরী ও ঈর্ষা করবে । “শান্তনুবাবু বন্ধুর কথা বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন । স্কুলের পক্ষ থেকে স্মৃতিচারণ করেন ইংরেজির শিক্ষিকা চৈতালি সাহু । আলোচনায় উঠে আসে গৌতমবাবুর সম্পাদিত কথা- মেঘ পত্রিকা , তার অভিনীত নাটক ও বিভিন্ন তথ্য সংগ্রহের জানা ও অজানা অনেক কথা । সবশেষে বিদ্যালয়ের শিক্ষক ফনিলাল কামিল্যা মহাশয় গৌতমবাবুর একটি তথ্য চিত্র ও তার অভিনীত বেশ কয়েকটি নাটকের কিছু অংশ ছাত্র – ছাত্রীর উদ্দেশ্যে প্রদর্শিত করেন । সবশেষে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক তার পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেন ও সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিষ্ণুপদ বর্মণ ।