নিজস্ব সংবাদদাতা, কাঁথি : বুধবার সন্ধ্যা ৭.৩০টা নাগাদ মন্দারমণি থেকে হাওড়া ফেরার পথে পর্যটক বোঝাই গাড়িটি ভয়াবহ অগ্নিকাণ্ড হয় বুধবার। ঘটনাটি ঘটেছে দীঘা ১১৬ বি জাতীয় সড়কের কাঁথি থানার সুবর্ণ দিঘীর কাছে। স্থানীয় বাসিন্দাদের সাহায্যে অল্পের জন্য রক্ষা পেয়েছেন গাড়িতে থাকা ৩ পর্যটক।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুবর্ণদিঘীর কাছে রাস্তার কাজ চলছিল। কাজ শেষ হয়ে যাওয়ার জন্য কোনো ব্যারিকেড থাকায় পর্যটক বোঝাই গাড়িটি দুর্ঘটনার শিকার হয়েছে। প্রচন্ড গতিবেগে ছুটে যাওয়া প্রাইভেট গাড়িটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় এবং দাউদাউ করে জ্বলতে থাকে । গাড়িতে থাকা তিন পর্যটককে স্থানীয়রা উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায় ।
এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে হাজির হয় কাঁথি থানার পুলিশ। ততক্ষণে গাড়িটি আগুনে পুরোপুরি ভস্মীভুত । এই ঘটনার জেরে কোনও প্রাণহানি হয়নি বলে জানিয়েছে পুলিশ।