
নিজস্ব সংবাদদাতা : খড়গপুর; পশ্চিম মেদিনীপুর : সোমবার সকাল থেকে কড়া নিরাপত্তায় রেল শহর খড়গপুরে শুরু হয়েছে ভোট গ্ৰহন । খড়গপুরের দুটি বুথে হঠাৎই এভিএম খারাপের অভিযোগ ভোটারদের। খড়গপুর সাজোয়াল প্রাথমিক বিদ্যালয়ের ১২০ নম্বর বুথে ইভিএম খারাপ থাকায় বন্ধ রয়েছে ভোট গ্রহণ। তাছাড়াও ১৩৩ নং বুথে ইভিএম খারাপ হয়ে যাওয়ায় গন্ডগোল শুরু হয়েছে বুধ কেন্দ্রে । বন্ধ রয়েছে ভোট গ্ৰহণ।