দৈনিক আবেশ ভূমি :কাঁথি:পূর্ব মেদিনীপুর : কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত কাঁথি শ্রী অরবিন্দ স্টেডিয়ামে সিনিয়র লীগ ফুটবল প্রতিযোগিতার “টেলি টাওয়ার চ্যালেঞ্জ কাপ” এর সোমবারের খেলায় “কালচারাল স্পোর্টস এ্যাসোসিয়েশন” এবং” কন্টাই স্পোর্টিং ইউনিয়ন” মুখোমুখি হয়। গোল শুন্য অবস্থায় খেলা শেষ হয়। খেলায় ম্যান অফ দি ম্যাচ মৃত্যুঞ্জয় দাস অধিকারী, স্মৃতি পুরস্কার লাভ করে কালচারাল স্পোর্টস এ্যাসোসিয়েশনের সঞ্জয় বর।
খেলা পরিচালনা করেন রেফারি এ্যশোসিয়েশানের অক্ষয় বেরা, দেবব্রত মাইতি ও সৈকত দাস, প্রসেঞ্জিৎ দত্ত। মঙ্গলবার এই মাঠে খেলবে “দি বিউটি ক্লাব” বনাম” দহ সোনামুই ইয়াং বয়েজ”। সংস্থার সাধারণ সম্পাদক সতীনাথ দাস অধিকারী জানান এবছরে সিনিয়র লীগ ” টেলি টাওয়ার চ্যালেঞ্জ কাপ ” সংস্থার আজীবন সদস্য তথা বিশিষ্ট আইনজীবী অনুপ কুমার দাসের স্মৃতিতে উৎস্বর্গ করা হয়েছ।প্রসঙ্গত রবিবার এই প্রতিযোগিতার উদ্ধোধন করেন পুর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য পূর্ব মেদিনীপুর জেলা টেলিটাওয়ার কর্মচারী সংগঠনের সভাপতি উত্তম বারিক। উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন পুরষ্কারের দাতা আমিন সোয়েল, দীপক প্রধান, প্রাক্তন এস ডি ও টি খগেশ্বর দাস, পানিপারুল মুক্তেশ্বর হাইস্কুলের প্রধান শিক্ষক তরুন কুমার মাইতি প্রমুখ।অনুষ্ঠানে সভাপতিত্বে করেন কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সহ সভাপতি সুপ্রকাশ মাইতি। উদ্ধোধনী খেলায় অংশ নেয় “এবিসিডি” ও “ইয়ুথ ইউনাইটেড কন্টাই”। উদ্বোধনী ম্যাচ গোল শুন্য অবস্থায় শেষ হয়। এই খেলায় ম্যান অফ দি ম্যাচ হয়ে মৃত্যুঞ্জয় দাস অধিকারী স্মৃতি পুরস্কার লাভ করে ইয়ুথ ইউনাইটেড কন্টাই এর সেক আনিস হোসেন। মোট ১০ টি দল অংশ নিয়েছে দুটি গ্রুপ ভাগ করে প্রথমে লীগ পরে নক আউট খেলা হবে। চ্যাম্পিয়ন দল কে ট্রফি সার্টিফিকেট এবং নগদ ১৫ হাজার টাকা এবং রানার্স দল কে ট্রফি সার্টিফিকেট সহ নগদ ১০ হাজার টাকা দেওয়া হবে। সংস্থার সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত জানান এই লীগ ফুটবল আগামি প্রায় ১ মাস ধরে চলবে কাঁথি শ্রী অরবিন্দ স্টেডিয়ামে। প্রতিযোগিতা সেরা খেলোয়াড়, সেরা গোলকিপার, সর্বোচ্চ গোলদাতা, সেরা প্রতিভা এবং প্রত্যেক দিন ম্যান অফ দি ম্যাচ এর পুরস্কার দেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্য্যকারি কমিটির সদস্য ইমরান খাঁন, রঞ্জিত দত্ত, বিশ্বজিৎ বেরা, গোপাল মহাপাত্র, অনিন্দিত দাস, রীতা ভূঞ্যা প্রমুখ।