দৈনিক আবেশভূমি ডেক্স : এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।                                সিপিঅাইএমএর দেশপ্রাণ এরিয়া কমিটির উদ্যোগে দুরমুঠ তেলিপোতা মোড়ে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়কে শ্রদ্ধা নিবেদন করা হয় মঙ্গলবার। ১ লা সেপ্টেম্বর বামফ্রন্ট সহ সহযোগী ১৬ দলসমূহের অাহ্বানে প্রতি বছরের মত এবছরও রাজ্য জুড়ে সাম্রাজ্যবাদ বিরোধী দিবস পালনের ডাক দেওয়া হয়েছিল।কিন্তু বাঙালার গর্ব প্রাক্তন রাষ্ট্রপতির প্রয়াণে সাম্রাজ্যবাদ বিরোধী দিবস পালনের কর্মসূচী কে স্থগিত করে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।কর্মসূচী তে নেতৃত্ব দেন সিপিঅাইএম নেতা মামুদ হোসেন, এরিয়া কমিটির সম্পাদক সঞ্জিত দাস, সুতনু মাইতি, তাপস মিশ্র, সেক জাহাঙ্গীর, সেক ইলিয়াস, সেক অাক্তার প্রমুখ নেতৃবৃন্দ। সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃত্ব বলেন সারা দুনিয়ার মানুষ যুদ্ধ নয় শান্তি চায়।কিন্তু মার্কিন সাম্রাজ্যবাদের অাগ্রাসী মানসিকতায় সারা দুনিয়ায় যুদ্ধের পরিমণ্ডল তৈরী হয়েছে। অাত্মনির্ভরতার নামে কেন্দ্রীয় সরকার মার্কিন সাম্রাজ্যবাদ ও কর্পোরেট দের কাছে দেশের অর্থনীতিকে সমর্পণ করা হচ্ছে। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় অাজীবন তাঁর রাজনৈতিক অাদর্শে অবিচল থেকেও বিরোধী দল ও মতের প্রতি সহিষ্ণু ও শ্রদ্ধাশীল ছিলেন। বহুত্ববাদ,সর্বধর্ম সমন্বয়, ধর্মনিরপেক্ষতা ও সংবিধানের প্রতি দায়বদ্ধতা র মানসিকতা পোষণ করতেন।গনতান্ত্রিক রীতিনীতি ও সংসদীয় ব্যবস্হাকে মজবুত করার লক্ষে অাজীবন অবিচল ছিলেন।দেশের সংবিধান, ধর্মনিরপেক্ষতা ও বহুত্ববাদ সহ দেশের অর্থনৈতিক স্বনির্ভরতা বজায় রাখতে সকলকে জোটবদ্ধ হওয়ার অাহ্বান জানান হয়। দলের জেলা সম্পাদক নিরঞ্জন সিহি জানান ভারতরত্ন প্রয়াতপ্রাক্তণ রাষ্ট্রপতিকে শ্রদ্ধা জানাতে তাদের পূর্বের ঘোষিত কর্মসূচি স্থগিত রাখা হয়।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *