গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি : পূর্ব মেদিনীপুর।। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ কৃষাণ ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের ডাকে রাজ্যের প্রতিজেলার প্রতি ব্লকে কৃষি জমির আলে দাঁড়িয়ে কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতি, এছাড়া বাংলাকে আর্থিক দিক থেকে বঞ্চনা করার প্রতিবাদে এবং কেন্দ্রের কৃষি নীতির বিরুদ্ধে কৃষক ক্ষেতমজুরদের নিয়ে মেঠো প্রতিবাদ আন্দোলন অনুষ্ঠিত হয়। বুধবার এগরা -২এর মঞ্জুশ্রী পঞ্চায়েতের ভাড়দা সংলগ্ন মহানগর মৌজায় ব্লক পর্যায়ের অনুষ্ঠানে পৌরোহিত্য করেন সংগঠনের ব্লক সভাপতি কৃষ্ণমোহন জানা। ছিলেন সংগঠনের রাজ্য নেতৃত্ব তথা মঞ্জুশ্রী পঞ্চায়েতের উপপ্রধান প্রকাশ রায় চৌধুরী, জেলা পরিষদ সদস্য উত্তম বারিক, যুব তৃণমূলের জেলা সহ-সভাপতি সন্দীপ পাত্র ,প্রাক্তন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আইজাত হোসেন, পঞ্চায়েত সদস্য তপন কুমার নাজির,পঞ্চায়েত সমিতি সদস্যা স্বপ্না দাস, চিত্ত মাইতি, তপন সামন্ত প্রমুখ।
বক্তাগণ বক্তব্যে কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনা প্রাপ্য জিএসটির টাকা, আমফানের ৫৪ হাজার কোটি না দিয়ে কেন্দ্রের বঞ্চনার কথা তুলে ধরেন। করোণা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে এই কর্মসূচিতে উপস্থিত ছিল নজর কাড়া। অনুরূপ সভা হয় বিবেকানন্দ পঞ্চায়েতের শিলামপুর মৌজার সাইটিকাপুলে ।সেখানে পৌরোহিত্য করেন অঞ্চল সভাপতি বিমল পাত্র। প্রকাশ রায়চৌধুরী, অজিত পাল প্রমুখ।