গৌরীশংকর মহাপাত্র : এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের আর্থিক সহযোগিতায় এগরা-২ এর ৭জন প্রান্তিক ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী’কে দ্বিচক্রযান ও ইনসুলেটর বক্স বিতরণ হয় বুধবার। এই প্রান্তিক ক্ষুদ্র ব্যবসায়ীরা জীবন ও জীবিকা নির্বাহে গ্রামে-গঞ্জে মৎস্য ফেরী করে জীবন ধারণ করতে

    পারেন সেই লক্ষ্যে রাজ্য সরকারের এই প্রকল্প বলে জানান পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান। তিনি জানান ব্লকের বাদল চন্দ্র জানা, অশ্বিনী কুমার দাস, অমিত কুমার বর, মুক্তিপদ বর, অতুলচন্দ্র বর, সুব্রত সাউ এবং জয়দেব বর’কে আজ পঞ্চায়েত সমিতিতে জেলা পরিষদের দেওয়া ত্রিচক্রযান ও ইনসুলেটর বক্স

      তুলে দেওয়া হয়। সভাপতির সঙ্গে উপস্থিত ছিলেন বিডিও রাণী ভট্টাচার্য্য,মৎস্য কর্মাধ‍্যক্ষ তরুণ বর, জেলা পরিষদ সদস্যা গায়ত্রী পাত্র, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ আরতি মুন্ডা, পঞ্চায়েত সমিতির সদস্যা সাধনা দাস ও চয়নিকা জানা এবং বিভাগীয় আধিকারিক উত্তম ঘোড়াই প্রমুখ।
      শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীপ্রধান।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *